হোম > সারা দেশ > বরিশাল

ঘুরতে বেরিয়ে সড়কে ঝরল ২ বন্ধুর প্রাণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। ঘটনাটি বরিশাল-পটুয়াখালী মহাসড়কের লেবুখালী এলাকায়। 

নিহত দুই বন্ধু হলো পৌরসভার ১ নম্বর ওয়ার্ড রুনশি এলাকার আরব আলী খানের ছেলে মো. জয় (১৬) এবং একই এলাকার নাসির হাওলাদারের ছেলে সাইমুন হাওলাদার (১৭)। 

নিহত জয় বাকেরগঞ্জ জেএসইউ মডেল হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও সাইমুন বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড মুজাহিদিয়া মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার বেলা ৩টার দিকে দুই বন্ধু মিলে ভাড়ায় মোটরসাইকেল নিয়ে পায়রা সেতুতে ঘুরতে যায়। এ সময় বাড়ি ফেরার পথে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের লেবুখালী স্থানে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মধ্যে থেমে থাকা গোল্ডেন পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল থাকা দুই বন্ধু সড়কের ওপর পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠালে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তাদের মৃত্যু হয়। 

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুই বন্ধু ঘুরতে গিয়েছিল। পরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দুজনই চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ