হোম > সারা দেশ > বরিশাল

ঘুরতে বেরিয়ে সড়কে ঝরল ২ বন্ধুর প্রাণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। ঘটনাটি বরিশাল-পটুয়াখালী মহাসড়কের লেবুখালী এলাকায়। 

নিহত দুই বন্ধু হলো পৌরসভার ১ নম্বর ওয়ার্ড রুনশি এলাকার আরব আলী খানের ছেলে মো. জয় (১৬) এবং একই এলাকার নাসির হাওলাদারের ছেলে সাইমুন হাওলাদার (১৭)। 

নিহত জয় বাকেরগঞ্জ জেএসইউ মডেল হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও সাইমুন বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড মুজাহিদিয়া মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার বেলা ৩টার দিকে দুই বন্ধু মিলে ভাড়ায় মোটরসাইকেল নিয়ে পায়রা সেতুতে ঘুরতে যায়। এ সময় বাড়ি ফেরার পথে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের লেবুখালী স্থানে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মধ্যে থেমে থাকা গোল্ডেন পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল থাকা দুই বন্ধু সড়কের ওপর পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠালে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তাদের মৃত্যু হয়। 

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুই বন্ধু ঘুরতে গিয়েছিল। পরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দুজনই চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা