হোম > সারা দেশ > বরিশাল

নেতা-কর্মীদের মুক্তির দাবিতে তালতলীতে বিএনপির বিক্ষোভ

তালতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার তালতলীতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলনেতা মকবুল হোসেন নিহতের বিচার ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতাদের মুক্তির দাবিতে আজ মঙ্গলবার এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম হকের নেতৃত্ব দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুল কাদের জোমাদ্দার, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি বাচ্চু মোল্লা, সাধারণ সম্পাদক মৃধা রিয়াজ ও উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য শাহরিয়ার আহমেদ নাঈম সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা। 

কর্মসূচিতে উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম হক বলেন, ‘গত ৯ ডিসেম্বর অন্যায়ভাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করা হয়েছে। এ ছাড়া গত কয়েক দিনে জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অসংখ্য নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অবিলম্বে নেতা-কর্মীদের মুক্তি দাবি করছি। গত ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলনেতা মকবুল হোসেনকে হত্যা করা হয়েছে।

এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জোর দাবি জানাচ্ছি।’

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ