বরগুনার তালতলীতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলনেতা মকবুল হোসেন নিহতের বিচার ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতাদের মুক্তির দাবিতে আজ মঙ্গলবার এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম হকের নেতৃত্ব দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুল কাদের জোমাদ্দার, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি বাচ্চু মোল্লা, সাধারণ সম্পাদক মৃধা রিয়াজ ও উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য শাহরিয়ার আহমেদ নাঈম সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা।
কর্মসূচিতে উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম হক বলেন, ‘গত ৯ ডিসেম্বর অন্যায়ভাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করা হয়েছে। এ ছাড়া গত কয়েক দিনে জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অসংখ্য নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অবিলম্বে নেতা-কর্মীদের মুক্তি দাবি করছি। গত ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলনেতা মকবুল হোসেনকে হত্যা করা হয়েছে।
এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জোর দাবি জানাচ্ছি।’