হোম > সারা দেশ > বরিশাল

নেতা-কর্মীদের মুক্তির দাবিতে তালতলীতে বিএনপির বিক্ষোভ

তালতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার তালতলীতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলনেতা মকবুল হোসেন নিহতের বিচার ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতাদের মুক্তির দাবিতে আজ মঙ্গলবার এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম হকের নেতৃত্ব দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুল কাদের জোমাদ্দার, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি বাচ্চু মোল্লা, সাধারণ সম্পাদক মৃধা রিয়াজ ও উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য শাহরিয়ার আহমেদ নাঈম সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা। 

কর্মসূচিতে উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম হক বলেন, ‘গত ৯ ডিসেম্বর অন্যায়ভাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করা হয়েছে। এ ছাড়া গত কয়েক দিনে জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অসংখ্য নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অবিলম্বে নেতা-কর্মীদের মুক্তি দাবি করছি। গত ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলনেতা মকবুল হোসেনকে হত্যা করা হয়েছে।

এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জোর দাবি জানাচ্ছি।’

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার