হোম > সারা দেশ > বরিশাল

ভোলায় প্রতারণা মামলায় এক নারীকে কারাগারে পাঠালেন আদালত

ভোলা প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় প্রতারণা মামলায় গ্রেপ্তার হয়েছেন ঝুমুরা বেগম (২২) নামের এক নারী। আজ বুধবার সকালে ভোলার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেন। 

ঝুমুরা বেগম উপজেলার সাচড়া ইউনিয়নের বাথানবাড়ি গ্রামের আব্দুর রশিদ কাজীর মেয়ে। 

মামলায় বাদী স্বামী আল-আমিন মৃধা আজকের পত্রিকাকে জানান, চাকরির জন্য তাঁর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংয়ের অফিসে যান ঝুমুরা। পরে তাঁকে চাকরি দেন মৃধা। তাঁর অফিসে চাকরিরত অবস্থায় ঝুমুরা বেগম মৃধাকে প্রেম ও বিয়ের প্রস্তাব দেন। ওই প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি মৃধাকে মিথ্যা মামলায় জড়ানোরও হুমকি দেন এবং তাঁর কাছ থেকে ৫ লাখ টাকা দাবি করেন। দাবিকৃত টাকা না দেওয়ায় ঝুমুরা ঢাকার মোহাম্মদপুর থানায় তাঁর নামে নারী ও শিশু নির্যাতন আইনে মিথ্যা মামলা দায়ের করেন। বিষয়টি ঝুমুরার বাবাকে জানানো হলে তাঁর বাবা মীমাংসার কথা বলে তাঁকে উপজেলার দরুন বাজারে আসতে বলেন। পরে সেখানে দুর্বৃত্তদের দিয়ে জোরপূর্বক কাবিননামায় স্বাক্ষর নেন তাঁরা। 

আল-আমিন আরও জানান, ওই সময় ঝুমুরা বেগম কেরানি গঞ্জের জুবায়ের আলম নামের এক যুবকের বিবাহিতা স্ত্রী ও ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়ভাবে একাধিকবার আপস মীমাংসার চেষ্টা করেন। কিন্তু কোনো সুরাহা না হওয়ায় গত ১৩ জুন ঝুমুরার বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে প্রতারণা ও জালিয়াতির মামলা দায়ের করেন তিনি। মামলা দায়েরের পর গত ১৯ জুলাই আদালতে হাজিরার তারিখ দেওয়া হয়। কিন্তু সেই তারিখে হাজির না হওয়া আদালত তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে ভোলার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা