হোম > সারা দেশ > বরগুনা

আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

বরগুনা প্রতিনিধি

মামলার হাজিরা দিতে আদালতে যাওয়ার পথে টমটম চাপায় সাইকেল আরোহী এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টার দিকে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের মেইন গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। আফজাল মোল্লা (৬৫) পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি নিজের রিকশার গ্যারেজে কাজ করতেন। 

নিহতের ছেলে আনসার মোল্লা জানান, জমি-জমা সংক্রান্ত মামলার হাজিরার তারিখ ছিল আজ। তাই তিনি পাথরঘাটা থেকে সাইকেল চালিয়ে বরগুনা আসেন। বরগুনা জেলা আইনজীবী সমিতির প্রধান ফটকের সামনে থেকে বিপরীত দিকে জেলা প্রশাসক কার্যালয়ের ফটকের দিকের সড়কে যাচ্ছিলেন তিনি।

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি টমটম (ছোট ট্রাক) সাইকেলসহ তাঁকে চাপা দেয়। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ সময় টমটম চালককে আটক করে থানায় সোপর্দ করেন তাঁরা। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, টমটমচালককে স্থানীয়দের সহযোগিতায় আটক করা হয়েছে। আফজালের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যদি তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না আসে তাহলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ