হোম > সারা দেশ > বরগুনা

কলেজছাত্রীর মরদেহ উদ্ধার, প্রেমিকের উসকানিমূলক মেসেজ আত্মহত্যা দাবি পরিবারের

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় পিয়ন্তি (১৭) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, প্রেমিকের উসকানিমূলক মেসেজের কারণে আত্মহত্যা করেছে। 

গতকাল সোমবার মধ্যরাতে সে আত্মহত্যা করেছে বলে ধারণা পুলিশের। প্রিয়ন্তি পাথরঘাটা পল্লী বিদ্যুতের জুনিয়র ইঞ্জিনিয়ার সুনিল হাওলাদারের মেয়ে এবং পাথরঘাটা সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। 

প্রিয়ন্তির ছোট ভাই সৈকত হাওলাদার জানায়, ‘সজীব নামে এক যুবকের সঙ্গে ফোনে কথা বলত প্রিয়ন্তি। সজীব প্রিয়ন্তির ইমোতে নানা ধরনের এসএমএস দিত। সবশেষ সোমবার রাতে সজীব ভয়েস মেসেজ দিয়ে প্রিয়ন্তকে মরতে বলে। এ ঘৃণায় আমার বোন আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকালেও দিদির ফোনে মেসেজ দিয়ে অশ্লীল ভাষায় গালাগালি করে সজীব।’ 

প্রিয়ন্তির বাবা সুনিল হাওলাদার বলেন, ‘সকাল ৮টার দিকে অফিসে যাওয়ার সময় আমার ছোট ছেলে সৈকত প্রিয়ন্তির রুম থেকে মোবাইল ফোনের চার্জার আনতে গেলে দেখে দরজা লাগানো। অনেকক্ষণ ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ফাঁক দিয়ে দেখে প্রিয়ন্তি ফ্যানের সঙ্গে ঝুলছে।’ সজীব নামে এক যুবক প্রিয়ন্তিকে বিরক্ত করত বলেও জানান তিনি। 

অভিযুক্ত সজীব পাথরঘাটা সদর ইউনিয়নের গহরপুর গ্রামের সিদ্দিকুর রহমান মাস্টারের ছেলে। 

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মামুন বলেন, ‘ঘটনা শোনার পর অতিরিক্ত পুলিশ সুপার পাথরঘাটা সার্কেল আবু ছালেহসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রিয়ন্তির ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। লাশ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা