হোম > সারা দেশ > ভোলা

ভোলায় নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে নিহত ১

দৌলতখান (ভোলা) প্রতিনিধি

ভোলার দৌলতখানের মদনপুর ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে খোরশেদ আলম টিটু (৩৫) নামের একজন নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে ভোলা সদরের নাছির মাঝি সংলগ্ন মেঘনা নদীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিন সকেট এবং বর্তমান চেয়ারম্যান নাসির উদ্দিন নান্নু গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।

নিহত খোরশেদ আলম ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের কানাইনগর গ্রামের মৃত তছির আহমেদের ছেলে। 

স্থানীয়রা জানিয়েছেন, দৌলতখানের মদনপুর ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান নাছির উদ্দিন নান্নুর সংবর্ধনা অনুষ্ঠান হয়। চেয়ারম্যান নান্নু অনুষ্ঠান থেকে ভোলা শহরে ফেরার পথে নাছির মাঝি নামক এলাকায় একই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সকেট জামাল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। নিহত ব্যক্তি চেয়ারম্যান পক্ষের সমর্থক এবং ছাত্রলীগ কর্মী। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। 

ঘটনাস্থল থেকে ভোলা সদর মডেল থানার এসআই সুবির কুমার বলেন, ‘বিজয়ী চেয়ারম্যানের সংবর্ধনা অনুষ্ঠান থেকে ফেরার পথে পরাজিত চেয়ারম্যান প্রার্থী সকেট জামালের গ্রুপ হামলা চালায়। এতে একজন মারা গেছেন। তবে পরিস্থিতি এখন কিছুটা শান্ত আছে।’

ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে একজন মারা গেছেন।’

বিড়ি খাওয়া নিয়ে বক্তব্যে জামায়াতের ২ কোটি ভোট বেড়েছে: ড. ফয়জুল হক

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক