হোম > সারা দেশ > বরগুনা

৩ কেজির ইলিশ বিক্রি হলো প্রায় ১০ হাজার টাকায়

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় তিন কেজি ২০ গ্রাম ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে ৯ হাজার ৭৫০ টাকায়। শনিবার রাত ১১টার দিকে সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদী এলাকায় ধরা পড়ে ওই ইলিশটি। 

আজ রোববার সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে এ মাছটি কিনেছেন শহিদ মোল্লা নামের একজন পাইকারি মাছ ব্যবসায়ী। এদিকে বড় আকারের ইলিশটি দেখতে ঘাটে উৎসুক মানুষেরা ভিড় জমায়। 

পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে ট্রলার মালিক শহিদুল ইসলাম বলেন, ‘গত ৩ দিন আগে পাথরঘাটা ঘাট থেকে বলেশ্বর নদীর সুন্দরবনের কচিখালী এলাকায় মাছ শিকারে বের হই। প্রতিদিনের মতো শনিবার রাতে ওই এলাকায় জাল ফেলে অপেক্ষা করা হচ্ছিল। পরে রাত ১১টার দিকে জাল টানতে গেলে অন্যান্য মাছের সঙ্গে ৩ কেজি ওজনের ইলিশটি উঠে আসে। এর আগেই জালে আরও প্রায় ২০০ ইলিশ ধরা পড়ে।’ 

এ দিকে মাছটির ক্রেতা শহিদ মোল্লা বলেন, জেলে শহিদুল ইসলামের জালে ৩ কেজি ওজনের একটি রাজা ইলিশ ধরা পরেছে বলে শুনতে পাই। পরে ঘাটে এসে মাছটি কেনার জন্য নিলামে অংশ নেই। পরে নিলামে সর্বোচ্চ দামে ১ লাখ ৩০ হাজার টাকা মণ হিসেবে ডাক দিয়ে মাছটি আমি ৯ হাজার ৭৫০ টাকায় কিনে নিয়েছি। এর থেকেও বেশি দামে বিক্রি করতে ঢাকায় মাছটি চালান করেছি।’ 

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘এ বছর একের পর এক নিম্নচাপের কারণে জেলেদের জালে ইলিশ কম ধরা পড়েছে। তবে মাঝে মধ্যে জেলেদের জালে বড় সাইজের ইলিশ ধরা পড়ছে। এই মাছটির ওজন বেশি হওয়ায় মাছটিকে রাজা ইলিশ বলে থাকি। আশা করছি সামনের সময়ে জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পরবে।’ 

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার