হোম > সারা দেশ > ভোলা

তরুণের এনআইডিতে নারীর ছবি

লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহনে ইকবাল (১৮) নামের এক তরুণের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনলাইন থেকে ডাউনলোড করতে  গিয়ে দেখেন অপরিচিত এক নারীর ছবি। ইকবাল উপজেলার চরভূতা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হরিগঞ্জ গ্রামের ভবানী বাড়ির মফিজ মিয়ার ছেলে।

আজ সোমবার সকালে এই তরুণের কাছে জানতে চাইলে তিনি বলেন, তিনি একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যাতায়াতের বাসের চালকের সহকারী কাজের জন্য আবেদন করেন। তখন এনআইডি কার্ডের প্রয়োজন হয়। অনলাইন থেকে এই কার্ড ডাউনলোড করতে গিয়ে বিড়ম্বনায় পড়েছেন তিনি। কারণ, এটি দিয়ে কাজ তো হচ্ছেই না, উল্টো এখন দুর্ভোগে পড়েছেন।

ইকবাল জানান, বয়স অনুযায়ী ২০২২ সালে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড পেতে নিবন্ধন করেন তিনি। গত শুক্রবার জরুরি প্রয়োজনে পৌরসভার একটি কম্পিউটারের দোকানে গিয়ে অনলাইন থেকে জাতীয় পরিচয়পত্রের একটি কপি ডাউনলোড করলে দেখতে পান এনআইডি কার্ডে তাঁর ছবির বদলে এক অপরিচিত নারীর ছবি।

ভুলবশত এমন ঘটনা ঘটতে পারে বলে জানান লালমোহন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আমীর খসরু গাজী। তিনি বলেন, ভুল মানুষের হতে পারে। ওই ব্যক্তি যোগাযোগ করলে বিষয়টি ঠিক করে দেওয়া হবে।

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম