হোম > সারা দেশ > বরিশাল

চরমোনাইর বার্ষিক মাহফিল বুধবার শুরু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ফাইল ছবি

চরমোনাই দরবারের ফাল্গুন মাসের ৩ দিনব্যাপী বার্ষিক মাহফিল বুধবার (১৯ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে। জোহরের নামাজের পর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম মাহফিলের সূচনা বক্তব্য দেবেন।

শনিবার সকাল সাড়ে ৮টায় আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে।

চরমোনাইয়ে প্রতিবছর দুটি মাহফিল অনুষ্ঠিত হয়। তার মধ্যে ফাল্গুন মাসের মাহফিলটি বড় হিসেবে বিবেচিত হয়। এতে কয়েক লাখ মুসল্লির সমাগম ঘটে।

বর্তমান প্রেক্ষাপটে পীর পরিবারের নিয়ন্ত্রিত দল ইসলামী আন্দোলন বাংলাদেশের গুরুত্ব বেড়ে যাওয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা মাহফিলে অংশ নিচ্ছেন। এবারের মাহফিলে খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মামুনুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক সারজিস আলমসহ আরও অনেকে যাবেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

এ বিষয়ে মাহফিল মিডিয়া কমিটির সদস্য ও ইসলামী আন্দোলনের নেতা নাসির আহমেদ নাইস বলেন, মাহফিলের দ্বিতীয় দিন দুপুরে বৃহস্পতিবার ওলামা-মাশায়েখ মহাসমাবেশ হবে। সব রাজনৈতিক দলকে এতে আমন্ত্রণ জানানো হয়েছে। মাওলানা মামুনুল হক অংশগ্রহণ করবেন, তা অনেকটা নিশ্চিত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা আসবেন কি না, তা বুধবার রাতে নিশ্চিত হওয়া যাবে। এ ছাড়া তৃতীয় দিন মাহফিল প্রাঙ্গণে ছাত্র মহাসমাবেশ হবে।

তরমুজ ‘বিপ্লবে’ সারসংকট

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে মুলা পাঠালেন ইসলামী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা

বরিশালে যুবকের লাশ হাসপাতালে রেখে পলায়ন, শরীরে পোড়া দাগ, গ্রেপ্তার ৩

বরিশাল সিটি করপোরেশন: চাকরি স্থায়ীকরণের দাবিতে নগর ভবনে বিক্ষোভ, কর্মবিরতির ঘোষণা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন ১৪ ফেব্রুয়ারি

নির্বাচন নিয়ে টালবাহানা করলে মানুষ উৎখাত করবে: চরমোনাই পীর

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে র‍্যাগিং, তদন্তে ৪ সদস্যের কমিটি

বাউফলে অজ্ঞাত রোগে ৬ মহিষের মৃত্যু

সমতল জমিতে কমলা চাষে সফল দশমিনার আনিছুর

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ