হোম > সারা দেশ > পটুয়াখালী

মহিপুরে এক জালেই ধরা ১৭০ মণ ইলিশ, সাড়ে ৫১ লাখ টাকায় বিক্রি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মহিপুরে একদল জেলের এক জালেই ১৭০ মন ইলিশ ধরা পড়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় এসব মাছ মহিপুরের মিথুন এন্টারপ্রাইজ নামের একটি মৎস্য আড়তে নিয়ে আসা হয়। পরে মাছগুলো ৫১ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি করা হয় বলে জানা গেছে। 

এ মৌসুমে সর্বোচ্চ পরিমাণ বলে জানিয়েছেন কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা। তিনি বলেন, ‘এ বছর ওই জেলে সবচেয়ে বেশি পরিমাণ ইলিশ পেয়েছেন। আমরা আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে অন্যান্য জেলের জালেও বড় সাইজের বেশি পরিমাণ ইলিশ ধরা পড়বে।’ 

ওই জেলেদের দলনেতার নাম আবুল খায়ের (৪৫)। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মৌসুমের শুরুতে মাছ না পড়ায় অনেক হতাশার মধ্যে ছিলাম। এখন আশা করছি ইনশাআল্লাহ সমস্যা কাটিয়ে উঠতে পারব।’ 

মিথুন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মিথুন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘এক সপ্তাহ আগে লক্ষ্মীপুর থেকে ‘এফবি রিভার মেড’ নামের একটি ট্রলারে ১৭ জন জেলেসহ মাঝি আবুল খায়ের সাগরে যায়। গভীর সাগরে দিনে দুবার করে জাল ফেলার পর তাঁর জালে ১৭০ মন ইলিশ ধরা পরে। পরে গতকাল সন্ধ্যার দিকে তিনি এসব ইলিশ আমাদের আড়তে নিয়ে আসেন। মাছ আড়তে নামানোর পর পরই তিনি ফের জেলেদের নিয়ে গভীর সাগরে চলে যান।’ 

তিনি আরও বলেন, ‘আমরা এসব মাছ ৪৮ হাজার টাকায় ১ মণ, ৪২ হাজার করে ৫৭ মণ, ৩৩ হাজার করে ৬৮ মণ, ২৭ হাজার করে ৯ মণ ও ১৫ হাজার করে ৩৫ মণ মাছ নিলামের মাধ্যমে বিক্রি করি। গত দুই বছরের মধ্যে আমার আড়তে এই জেলেই সবচেয়ে বেশি ইলিশ নিয়ে এসেছেন।’

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা