বিদায়ী কে এম নূরুল হুদা কমিশনের রেখে যাওয়া শেষ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ১৫ জুন অনুষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-৪ (কলাপাড়া ও রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিবের বিরুদ্ধে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
গতকাল সোমবার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন কলাপাড়ার ধূলাসসার ইউপির চেয়ারম্যান প্রার্থী (অটোরিকশা) শাহরিয়ার সবুজ। এদিকে এসব অভিযোগ ভিত্তিহীন উদ্দেশ্যেপ্রণীত বলে অস্বীকার করেছে সংসদ সদস্য মহিব্বুর রহমান।
শাহরিয়ার সবুজ লিখিত অভিযোগে বলেন, ‘স্থানীয় এমপি মহিব্বুর রহমান মহিব নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নৌকা মার্কার পক্ষে কর্মীদের নিয়ে মিটিং করছেন। নৌকার কর্মীদের হুকুমদাতা হিসেবে অন্যান্য প্রার্থীদের মাঠ থেকে সরিয়ে প্রচার-প্রচারণায় বাধার হুকুম দিয়ে প্রভাব বিস্তার করছেন। এ ছাড়া এমপি নিজে নির্বাচনী এলাকায় থেকে প্রভাব বিস্তার করার কারণে আমিসহ অন্য প্রার্থীরা কেউই সঠিক প্রচার-প্রচারণা করতে পারছেন না। এমপির পেটোয়া বাহিনীর সদস্যরা হলেন ইনু মৃধা, মনির খলিফা, তরিকুল ইসলাম, জলিল মাঝি আল-আমিন, ফারুক, আবু সালেহ, আরিফ হোসেন, মনোয়ার হাওলাদার, নুর আলম হাওলাদার, দেলোয়ার হাওলাদার, ইদ্রিস মৃধা, জুনুন বিশ্বাস ও মাইনুদ্দিন। যাঁরা প্রতিনিয়ত আমার অটোরিকশার কর্মীদের মারধর ও জীবননাশের হুমকি প্রদান করে আসছেন।’
এ বিষয়ে এমপি মহিব্বুর রহমান মহিব বলেন, ‘আমার বাড়ি ধূলাসসার ইউনিয়নে, আমার তো আর বাড়ি নেই আমার এখানেই আসতে হবে। আর একজন এমপি কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ নেই। আমি আর আমার নেতা-কর্মীদের নির্বাচন সুষ্ঠু করার জন্য বলে যাচ্ছি। আমার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে তা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।’
এ নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অভিযোগ যাচাই-বাছাই করা হবে।