হোম > সারা দেশ > বরগুনা

বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার পর ৬ লাখ টাকা ছিনতাই 

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার পর ছয় লাখ টাকা ছিনতাই করেছে সন্ত্রাসীরা। গতকাল বৃহস্পতিবার রাতে আমতলী উপজেলার কলাগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 
 
নিহত ব্যবসায়ীর নাম আবুল কাসেম মোল্লা (২৫)। তিনি কলাগাছিয়া বাজারের বিকাশ ব্যবসায়ী এবং ওই এলাকার নুর উদ্দিন মোল্লার ছেলে।

আজ শুক্রবার দুপুরে আবুল কাসেমের মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করা হয়েছে। এদিকে এ হত্যাকাণ্ডের ঘটনার বিচার দাবিতে আজ বিকেলে কলাগাছিয়া বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী মানববন্ধন করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল কাসেম গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়িতে ফিরছিলেন। ওই সময় বাড়ির সামনে ধারালো অস্ত্রধারী সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে নগদ ছয় লাখ টাকা ছিনতাই করে। পরে তাঁকে ধানখেতে ফেলে যায়। ছেলের বাড়ি ফিরতে দেরি হওয়ায় মা রাহিমা বেগম তাঁকে খুঁজতে থাকেন। 

পরে ধানখেতে মোবাইলের আলো দেখে মা ও তাঁর মামাতো ভাই সাইদুল ঘটনাস্থলে যান। তাঁরা আবুল কাসেমকে রক্তাক্তা অবস্থায় দেখতে পান। উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। 

নিহত আবুল কাসেমের মামাতো ভাই সাইদুল ইসলাম বলেন, ‘আমার ভাই গতকাল পটুয়াখালী ব্যাংক থেকে ছয় লাখ টাকা তোলে। এদিন রাতে দোকান বন্ধ করে ওই টাকা নিয়ে বাড়ি ফিরছিল। পথে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করে টাকা ছিনতাই করে নিয়েছে।’ 

আবুল কাসেমের মা রাহিমা বেগম কান্নাজনিত কণ্ঠে বলেন, ‘মোর পোলাডারে সন্ত্রাসীরা কোপাইয়া হত্যা হরছে। মুই এইয়ার বিচার চাই।’ 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।’

বিড়ি খাওয়া নিয়ে বক্তব্যে জামায়াতের ২ কোটি ভোট বেড়েছে: ড. ফয়জুল হক

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক