হোম > সারা দেশ > বরগুনা

মুজিব কোট নিয়ে কটূক্তির অভিযোগ ইমামের বিরুদ্ধে

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুজিব কোট নিয়ে মিথ্যাচার ও কটূক্তির অভিযোগ উঠেছে বরগুনার আমতলীর এক মসজিদের ইমামের বিরুদ্ধে। অভিযুক্ত মাওলানা আবু বকর আমতলীর চাওড়া ইসলামপুর জামে মসজিদের ইমাম। এ ঘটনায় আজ রোববার ইমামের বিচারের দাবিতে মুসল্লিরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

চাওড়া ইসলামপুর জামে মসজিদের মুসল্লিরা অভিযোগ করে বলেন, ওই মসজিদের ইমাম আবু বকর বলেছেন মুজিব কোট ছিল মাওলানা সামসুল হক ফরিদপুরীর। এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু ফরিদপুরীর ওই কোট নিয়ে যায়। ওই থেকে মুজিব কোট বঙ্গবন্ধু তার নামে চালিয়ে দেন। প্রকৃত পক্ষে বঙ্গবন্ধু যে কোট পরতেন সেটি মুজিব কোট না। মুজিব কোট মাওলানার সামসুল হক ফরিদপুরীর।

মুসল্লিরা আরও অভিযোগ করে জানান, তাঁরা মুজিব কোট নিয়ে মিথ্যাচার ও কটূক্তির প্রতিবাদ করলে ওই ইমাম মুসল্লিদের মসজিদ থেকে চলে যেতে বলেন। ওই ঘটনার পরপর মুসল্লিরা মসজিদে যাওয়া বন্ধ করে দিয়েছেন। আজ রোববার ইমামের বিচারের দাবিতে তাঁরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

ইসলামপুর জামে মসজিদের সহ–সভাপতি সাইফুল ইসলাম বাদল বলেন, ইমাম আবু বকর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুজিব কোট নিয়ে যে মিথ্যাচার ও কটূক্তি করেছেন তা মেনে নেওয়া যায় না। এমন মিথ্যাচার ও কটূক্তি রাষ্ট্রবিরোধীতার শামিল।

ইমাম মাওলানা আবু বকর মুজিব কোট নিয়ে মিথ্যাচার ও কটূক্তির কথা অস্বীকার করে বলেন, মুসল্লিরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছেন।

আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পাইনি। তারপরও বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম