হোম > সারা দেশ > পিরোজপুর

সাংবাদিকের মায়ের হত্যায় মামলা দায়ের 

পিরোজপুর প্রতিনিধি

ভয়েস অব আমেরিকার বাংলাদেশ প্রতিনিধি আমির খসরুর মা সেতারা হালিমের হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিক আমির খসরু বাদী হয়ে পিরোজপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন বলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ মো. মাসুদুজ্জামান। 

মামলা সূত্রে জানা যায়, ভয়েস অব আমেরিকার বাংলাদেশ প্রতিনিধি আমির খসরুর মা সেতারা হালিমকে হত্যার ঘটনায় তিনি নিজে বাদী হয়ে পিরোজপুর সদর থানায় কয়েকজনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামির কোনো সংখ্যা না থাকলেও কয়েকজনকে অজ্ঞাত করে মামলাটি দায়ের করা হয়। 

এ বিষয়ে ওসি আ জ মো. মাসুদুজ্জামান বলেন, গতকাল সোমবার সকালে সাংবাদিক আমির খসরুর মা সিতারা হালিমের মরদেহ নিজ বাসা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় আজ দুপুরে কয়েকজনকে অজ্ঞাত আসামি করে ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। 

ওসি আরও বলেন, আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। 

উল্লেখ্য, গতকাল সোমবার সকাল ১০টায় পিরোজপুরের সিআইপাড়া এলাকার নিজ বাসভবনের মেঝে থেকে সিতারা হালিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত ব্যক্তির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। সিতারা হালিম (৭৪) পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ পৌরসভার সিআইপাড়া এলাকার মৃত প্রফেসর আব্দুর হালিম হাওলাদারের স্ত্রী।

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত