হোম > সারা দেশ > পটুয়াখালী

কুয়াকাটায় এক ইলিশ বিক্রি হলো ৭ হাজার টাকায়

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা

পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ২ কেজি ২৮০ গ্রাম ওজনের একটি ইলিশ। গতকাল সোমবার রাতে ধরা পড়া ইলিশটি আজ মঙ্গলবার সকালে কুয়াকাটা মাছ বাজারে ৬ হাজার ৮৪০ টাকায় বিক্রি করা হয়েছে।

গতকাল সোমবার মধ্যরাতে বঙ্গোপসাগরের চর বিজয় সংলগ্ন হাইরের চর এলাকা থেকে আলমাছ খান নামের এক জেলের জালে ইলিশটি ধরা পড়ে। পরে তিনি কুয়াকাটা বাজারে মনি ফিস মৎস্য আড়তে বিক্রি করতে নিয়ে যান। প্রথমে ৪ হাজার টাকা দাম ওঠানো হয়। একের পর এক ডাকের মাধ্যমে সর্বোচ্চ ৬ হাজার ৮৪০ টাকায় মো. হাসান নামের এক ব্যবসায়ী ইলিশটি কিনে নেন।

জেলে আলমাছ মাঝি বলেন, অল্প হলেও এখন জেলেদের জালে বড় আকারের ইলিশ পাওয়া যাচ্ছে। তবে এ বছর এত বড় মাছ এই এলাকায় আর কেউ পায়নি। গতকাল সোমবার রাতে সাগরে জাল ফেললে এই মাছটি পাওয়া যায়। আজ সকালে কুয়াকাটা মাছ বাজারে আড়তে এটি ডাকের মাধ্যমে বিক্রি করা হয়।

মনি ফিসের পরিচালক রুবেল ঘরামী বলেন, বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকায় ভাসা জাল দিয়ে মাছ শিকার করা জেলে আলমাছ খান প্রায়ই কম-বেশি বড় মাছ নিয়ে আসেন। গত রাতে জালে ইলিশটি ধরা পড়ে। এ রকম বড় সাইজের ইলিশ এ মৌসুমে এখন পর্যন্ত আর ধরা পড়ে নাই। ডিম হওয়ার কারণে মাছটির দাম তুলনামূলক কম হয়েছে। ডিম না হলে আরও বেশি দামে বিক্রি যেত।’

ফিস ভ্যালির পরিচালক মো. হাসান বলেন, ‘আমরা এই বাজারে সচরাচর এত বড় ইলিশ পাই না। গত রাতে এক জেলে মাছটি মনি ফিস আড়তে নিয়ে আসলে আমরা ডাকের মাধ্যমে মাছটি কিনি। আশা করছি, এটি ঢাকায় পাঠালে ভালো দামে বিক্রি করতে পারব।’

এ বিষয়ে জানতে চাইলে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা আজকের পত্রিকাকে বলেন, বড় ইলিশ জেলেদের জন্য সুখবর বয়ে আনে। এখন প্রায়ই গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলের জেলেরাও বড় ইলিশ পাচ্ছে। বছরে সরকারের দুইবার ইলিশ ধরার নিষেধাজ্ঞার সুফল বলতে পারি এটা।’

শরীয়তপুরে সাবেক উপমন্ত্রী শামীমের ফুফাতো ভাই অস্ত্রসহ গ্রেপ্তার

বরিশালে গভীর রাতে ট্রাকচাপায় ২ যুবক নিহত

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযান: চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’