বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে জাহাজে চাঁদাবাজি করার অভিযোগে তিনজনকে আটক করা হয়। আজ রোববার দুপুরে উপজেলার ধুলখোলা ইউনিয়নের আলীগঞ্জসংলগ্ন মেঘনা নদীতে জাহাজে চাঁদাবাজির সময় তাঁদের আটক করে নৌ পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের বালিয়া গ্রামের হানিফ (২৬), আকবর মাঝি (৩৯) ও খোকন মাঝি (৫২)।
আজ ২টার দিকে মেঘনা নদীতে জাহাজপ্রতি দুই হাজার টাকা করে চাঁদা উত্তোলন করার খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে যায়। তখন জাহাজে চাঁদাবাজি করার সময় হাতেনাতে তিনজনকে আটক করা হয়। হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান এই অভিযানে নেতৃত্ব দেন।
জানা গেছে, মেঘনা নদীতে প্রতিদিন একটি সিন্ডিকেট চক্র জাহাজে চাঁদাবাজি করে আসছে। তাদের চাঁদা না দিলে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে মালামালসহ নগদ টাকা লুটপাট করে নিয়ে যায়।
হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওয়াহিদুজ্জামান বলেন, ‘জাহাজে চাঁদাবাজিকালে তিনজনকে আটক করি। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।’