হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে বিদ্যুৎ চুরি আইনে আ. লীগ নেতার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ চুরির অভিযোগে বরিশালে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের বিচারক গৌতম কুমার ঘোষ মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন। গতকাল বুধবার বরিশাল বিদ্যুৎ আদালতে ওজোপাডিকো (বিক্রয় ও বিতরণ বিভাগ-২) এর উপবিভাগীয় প্রকৌশলী সুব্রত মালাকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত শফিকুল ইসলাম বাবু নগরীর ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওই ওয়ার্ডের বাসিন্দা আলতাফ সরদারের ছেলে।

বাদী প্রকৌশলী সুব্রত মালাকার আজকের পত্রিকাকে বলেন, ‘আসামি কোনো মিটার ব্যবহার না করে সরাসরি হুকিং এর মাধ্যমে দীর্ঘদিন অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে আসছেন। গত ৩১ অক্টোবর ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। পরে অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয় এবং লাইনে ব্যবহৃত তার জব্দ করা হয়।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে আট হাজার ২০০ ইউনিট ব্যবহার করেছেন। এতে তিনি দুই লাখ ৯৩ হাজার ৩০৩ টাকার বিদ্যুৎ ব্যবহার করেছেন। তাই বিদ্যুৎ চুরি আইনে আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫