হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে বিদ্যুৎ চুরি আইনে আ. লীগ নেতার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ চুরির অভিযোগে বরিশালে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের বিচারক গৌতম কুমার ঘোষ মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন। গতকাল বুধবার বরিশাল বিদ্যুৎ আদালতে ওজোপাডিকো (বিক্রয় ও বিতরণ বিভাগ-২) এর উপবিভাগীয় প্রকৌশলী সুব্রত মালাকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত শফিকুল ইসলাম বাবু নগরীর ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওই ওয়ার্ডের বাসিন্দা আলতাফ সরদারের ছেলে।

বাদী প্রকৌশলী সুব্রত মালাকার আজকের পত্রিকাকে বলেন, ‘আসামি কোনো মিটার ব্যবহার না করে সরাসরি হুকিং এর মাধ্যমে দীর্ঘদিন অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে আসছেন। গত ৩১ অক্টোবর ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। পরে অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয় এবং লাইনে ব্যবহৃত তার জব্দ করা হয়।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে আট হাজার ২০০ ইউনিট ব্যবহার করেছেন। এতে তিনি দুই লাখ ৯৩ হাজার ৩০৩ টাকার বিদ্যুৎ ব্যবহার করেছেন। তাই বিদ্যুৎ চুরি আইনে আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম