হোম > সারা দেশ > বরিশাল

জুলাই গণ-অভ্যুত্থানের অনুষ্ঠানে যাওয়ার পথে বিএনপি নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল ও আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

মিরাজ ফকির। ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে মিরাজ ফকির (৪৬) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে গৌরনদীতে আয়োজিত সাবেক এমপি জহির উদ্দিন স্বপনের জনসভায় মিছিল নিয়ে যাওয়ার পথে অসুস্থ হয়ে তিনি মারা যান।

মিরাজ আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী ছিলেন।

আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান বলেন, আগৈলঝাড়া থেকে বিএনপির নেতা-কর্মীদের নিয়ে ছোট ছোট যানবাহনে করে গৌরনদীর কর্মসূচিতে যাচ্ছিলাম। পথে বাকাল ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিরাজ ফকির অসুস্থ হয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মিরাজ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের অনুসারী ছিলেন।

এ ব্যাপারে গৌরনদী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুনীম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মিরাজ নামের ওই রোগীর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন। তিনি জানান, আরও আটজন নারী-পুরুষ অসুস্থ হয়ে হাসপাতালে এসেছেন। তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি

বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা

২৫ ঘণ্টায় ২২ লাখ টাকা পেলেন ব্যারিস্টার ফুয়াদ

দুমকীতে পাগলা কুকুরের কামড়ে আহত ৩০

নির্বাচনে আর্থিক সহযোগিতা চেয়ে ব্যারিস্টার ফুয়াদের ভিডিও পোস্ট

শৈশবে মা-বাবা হারানো ববি ছাত্রের মৃত্যু `অপবাদে'

ভোলায় স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা: মামলার আসামি কারাগারে

বরিশাল-১, ৪ ও ৫: জটিল হচ্ছে বরিশালের তিনটি আসনের হিসাব