হোম > সারা দেশ > বরগুনা

আমতলীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আমতলী (বরগুনা) প্রতিনিধি

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের মহিষকাটা বাসস্ট্যান্ডে কুয়াকাটাগামী ঈগল পরিবহনের চাপায় ব্যাটারিচালিত অটোর যাত্রী মো. ফয়সাল (১৫) নিহত এবং সোবাহান ও বশির মল্লিক গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ বাসচালক আরিফ সওদাগরকে আটক করেছে। এ ঘটনায় আমতলী থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে সোবাহান মিয়া আজ বৃহস্পতিবার সকালে ব্যাটারিচালিত অটোতে যাত্রী নিয়ে শাখারিয়ায় যাচ্ছিলেন। পথে মহিষকাটা বাসস্ট্যান্ডে চট্টগ্রাম থেকে আসা কুয়াকাটাগামী ঈগল পরিবহন যাত্রীবাহী অটোকে চাপা দেয়। এতে অটোটি দুমড়ে-মুচড়ে গেলে স্থানীয়রা কিশোর মো. ফয়সাল, সোবাহান ও বশির মল্লিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এ বি এম তানজিরুল ইসলাম কিশোর ফয়সালের মৃত্যু ঘোষণা করেন। এবং অপর দুজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসচালক আরিফ সওদাগরকে আটক করে বাসটি জব্দ করে। এ ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বাসচালক আরিফ সওদাগরের বাড়ি ঝালকাঠি জেলার কাঠালিয়া এলাকায়।

এ বিষয়ে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এ বি এম তানজিরুল ইসলাম বলেন, ‘হাসপাতালে আনার আগেই কিশোর ফয়সাল মারা গেছেন এবং গুরুতর আহত দুজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। 

আমতলী থানার ওসি এ কে এম মিজানুর রহমান বলেন, ঘাতক বাসচালককে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম