হোম > সারা দেশ > বরগুনা

আমতলীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আমতলী (বরগুনা) প্রতিনিধি

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের মহিষকাটা বাসস্ট্যান্ডে কুয়াকাটাগামী ঈগল পরিবহনের চাপায় ব্যাটারিচালিত অটোর যাত্রী মো. ফয়সাল (১৫) নিহত এবং সোবাহান ও বশির মল্লিক গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ বাসচালক আরিফ সওদাগরকে আটক করেছে। এ ঘটনায় আমতলী থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে সোবাহান মিয়া আজ বৃহস্পতিবার সকালে ব্যাটারিচালিত অটোতে যাত্রী নিয়ে শাখারিয়ায় যাচ্ছিলেন। পথে মহিষকাটা বাসস্ট্যান্ডে চট্টগ্রাম থেকে আসা কুয়াকাটাগামী ঈগল পরিবহন যাত্রীবাহী অটোকে চাপা দেয়। এতে অটোটি দুমড়ে-মুচড়ে গেলে স্থানীয়রা কিশোর মো. ফয়সাল, সোবাহান ও বশির মল্লিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এ বি এম তানজিরুল ইসলাম কিশোর ফয়সালের মৃত্যু ঘোষণা করেন। এবং অপর দুজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসচালক আরিফ সওদাগরকে আটক করে বাসটি জব্দ করে। এ ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বাসচালক আরিফ সওদাগরের বাড়ি ঝালকাঠি জেলার কাঠালিয়া এলাকায়।

এ বিষয়ে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এ বি এম তানজিরুল ইসলাম বলেন, ‘হাসপাতালে আনার আগেই কিশোর ফয়সাল মারা গেছেন এবং গুরুতর আহত দুজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। 

আমতলী থানার ওসি এ কে এম মিজানুর রহমান বলেন, ঘাতক বাসচালককে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা