বরিশালে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলার ঘটনায় দায়ের করা দুটি পৃথক মামলায় গ্রেপ্তার হওয়া ১৮ জনের জামিন নাকচ করে দিয়েছেন আদালত। বরিশালে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মাসুম বিল্লাহ তাঁদের জামিন আবেদন নাকচ করে দেন। এ সময় গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের সুচিকিৎসা দেওয়ার নির্দেশ দেন আদালত।
প্রসঙ্গত, গত বুধবার (১৮ আগস্ট) রাতে বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে শোক দিবসের ব্যানার খোলাকে কেন্দ্র করে ইউএনও’র বাসভবনে হামলা হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনসার সদস্যরা গুলিবর্ষণ করে। পরে পুলিশ এসে লাঠিচার্জ করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সরিয়ে দেয়।
এর পরদিন ১৯ আগস্ট ইউএনও মুনিবুর রহমান এবং কোতোয়ালি মডেল থানার এসআই বাদী হয়ে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে প্রধান আসামি করে দুটি পৃথক মামলা দায়ের করেন। রোববার ওই মামলায় গ্রেপ্তারকৃতদের জামিন নাকচ করে দেন আদালত।