হোম > সারা দেশ > বরিশাল

নদীতে নিখোঁজ মতিঝিল আইডিয়ালের ছাত্রীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে উজিরপুরে কচা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের একদিন পর তাসনিম তানহার (১৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বুধবার সকালে পাশের উপজেলা বানারীপাড়ার কালির বাজার নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

উজিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ভবানীপুর এলাকার কচা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সে। 

তানহা ভবানীপুর এলাকার কামরুল হাসান নাসিম মোল্লার কন্যা। সে এ বছর মতিঝিল আইডিয়াল স্কুল থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। 

তানহার মা রাবেয়া তালুকদার তানিয়া বলেন, মঙ্গলবার দুপুরে ছেলেকে নিয়ে কচা নদীতে গোসল করতে নামা হয়। এ সময় তানহাও গোসল করতে যায়। তীব্র স্রোতে নিখোঁজ হয়ে যায় তানহা। পরে স্থানীরা জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে কয়েক ঘণ্টা সন্ধান করেও মেয়েকে উদ্ধার করতে পারেনি। 

উজিরপুর ফায়ার সার্ভিস টিম লিডার কলিমুল্লাহ বলেন, বরিশাল থেকে ডুবুরি টিম এনেও প্রবল স্রোতে কিশোরীকে উদ্ধার করা যায়নি। আজ সকালে বানারীপাড়ায় নদী থেকে তানহার মরদেহ উদ্ধার করা হয়েছে। 

এসআই শফিকুল ইসলাম বলেন, জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালানো হয়। আজ সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

বিড়ি খাওয়া নিয়ে বক্তব্যে জামায়াতের ২ কোটি ভোট বেড়েছে: ড. ফয়জুল হক

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক