হোম > সারা দেশ > বরিশাল

নদীতে নিখোঁজ মতিঝিল আইডিয়ালের ছাত্রীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে উজিরপুরে কচা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের একদিন পর তাসনিম তানহার (১৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বুধবার সকালে পাশের উপজেলা বানারীপাড়ার কালির বাজার নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

উজিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ভবানীপুর এলাকার কচা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সে। 

তানহা ভবানীপুর এলাকার কামরুল হাসান নাসিম মোল্লার কন্যা। সে এ বছর মতিঝিল আইডিয়াল স্কুল থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। 

তানহার মা রাবেয়া তালুকদার তানিয়া বলেন, মঙ্গলবার দুপুরে ছেলেকে নিয়ে কচা নদীতে গোসল করতে নামা হয়। এ সময় তানহাও গোসল করতে যায়। তীব্র স্রোতে নিখোঁজ হয়ে যায় তানহা। পরে স্থানীরা জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে কয়েক ঘণ্টা সন্ধান করেও মেয়েকে উদ্ধার করতে পারেনি। 

উজিরপুর ফায়ার সার্ভিস টিম লিডার কলিমুল্লাহ বলেন, বরিশাল থেকে ডুবুরি টিম এনেও প্রবল স্রোতে কিশোরীকে উদ্ধার করা যায়নি। আজ সকালে বানারীপাড়ায় নদী থেকে তানহার মরদেহ উদ্ধার করা হয়েছে। 

এসআই শফিকুল ইসলাম বলেন, জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালানো হয়। আজ সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযান: চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু