হোম > সারা দেশ > বরগুনা

সড়ক দুর্ঘটনায় স্ত্রী-সন্তান নিহতের শোকে ৬ দিনের মাথায় মৃত্যু

আমতলী (বরগুনা) প্রতিনিধি

পিকআপ ভ্যানের চাপায় পিষ্ট হয়ে গত সোমবার মো. আবুল কালামের স্ত্রী নুরুন্নাহার বেগম (৪০) ও ছেলে মো. রাকিব (১৬) নিহত হন। স্ত্রী-সন্তান হারানোর শোকে সপ্তাহ না ঘুরতেই আজ রোববার ভোর রাতে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান আবুল কালাম। পরিবারে এখন জীবিত একমাত্র মেয়ে পারভিন (১৮)। বাবা মা ও ভাইয়ের মৃত্যু শোকে কান্নায় মূর্ছা যাচ্ছেন।

এ ঘটনা বরগুনা আমতলী উপজেলার পশ্চিম চুনাখালী এলাকার একটি পরিবারের। একই পরিবারের তিনজনের এমন মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া। 

জানা যায়, উপজেলার পশ্চিম চুনাখালী গ্রামের আবুল কালামের স্ত্রী নুরুন্নাহার ও ছেলে রাকিব মির্জাগঞ্জ দরবারের উদ্দেশ্যে গত সোমবার বাড়ি থেকে রওনা দেন। তাঁর ভাই সিদ্দিক পাহলানের বাড়িতে যাওয়ার পথে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পশ্চিম চুনাখালী এলাকায় পিকআপ ভ্যানের চাপায় স্ত্রী নুরুন্নাহার বেগম ও ছেলে রাকিব নিহত হন। তাঁদের হারিয়ে দিশেহারা হয়ে পড়েন কালাম। স্ত্রী-সন্তান নিহতের ৭ দিন পরে রোববার ভোর রাতে স্বামী মো. আবুল কালাম হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। 

পরিবারে বেঁচে থাকা একমাত্র মেয়ে পারভিন আক্তার বারবার মূর্ছা যাচ্ছেন। কান্নায় তাঁর থামছেনা। সেই সঙ্গে বিলাপ করেই চলেছেন, ‘মোর সবই শ্যাষ অইয়্যা গ্যাছে। আলহে বাহে (বাবা ছিল), হেও আইজ মইর‍্যা  গেছে। মুই কি লইয়্যা থাকমু। আল্লায় মোরে ক্যা নেলে না।’ 

প্রতিবেশী মাদ্রাসা শিক্ষক মো. রফিকুল ইসলাম মঞ্জু বলেন, স্ত্রী-পুত্র হারানোর শোক সইতে না পেরে কালাম হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। ৭ দিনের মাথায় একই পরিবারে ৩ জন মানুষের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম