কুয়াকাটার বঙ্গোপসাগরে ধরা পড়েছে ১৬ কেজি ২০০ গ্রাম ওজনের একটি পাঙাশ মাছ। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় জেলে কোরবান মিয়ার ইলিশের জালে ধরা পড়া মাছটি ২০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
মাছটি বিক্রি করার জন্য কুয়াকাটা মেয়র বাজারের মেসার্স তামান্না ফিশের আড়তে ওঠানো হয়। সেখানে নিলাম ডাকে শাহাবুদ্দীন নামের এক মৎস্য ব্যবসায়ী ১ হাজার ২০০ টাকা কেজি দরে ১৯ হাজার ৪৪০ টাকায় মাছটি কিনে নেন।
মৎস্য ব্যবসায়ী মো. শাহাবুদ্দীন ফরাজি বলেন, ‘পাঙাশটি মূলত বঙ্গোপসাগরে জেলেদের ইলিশের জালে ধরা পড়েছে। আমি মাছটি বিক্রির জন্য কিনেছি। আসা করি, এখানেই মাছটি বিক্রি হবে। নইলে ঢাকায় পাঠিয়ে ভালো লাভে বিক্রি করব।’
কলাপাড়া উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বছরে দুবার সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকে। পাশাপাশি মাছের প্রজননসহ উৎপাদন বৃদ্ধিতে মৎস্য বিভাগের পক্ষ থেকে নিয়মিত নদীতে অভিযান চালানো হচ্ছে। যে কারণে ইলিশের পাশাপাশি এখন পাঙাশসহ সামুদ্রিক অনেক মাছের প্রজনন বেড়েছে। সেই সঙ্গে বড় হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। তাতে জেলেরাও লাভবান হচ্ছেন।