হোম > সারা দেশ > বরিশাল

ছবিতে হা হা রিঅ্যাক্ট দেওয়ায় সহপাঠীর মারধরে ববি শিক্ষার্থী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ফেসবুকে আপলোড করা ছবিতে রিঅ্যাক্ট দেওয়ায় সহপাঠীর মারধরে আহত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী জাকির হোসেন। আহতাবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা সড়কে ট্রাফিক পুলিশ বক্সের সামনে। 

আহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। অন্যদিকে অভিযুক্ত আরিফ হোসেন শান্ত বিশ্ববিদ্যালয়ের একই বিভাগে তার সহপাঠী। 

বিষয়টি শুনেছেন জানিয়ে ববির বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগের ছাত্র উপদেষ্টা পম্পা রানী মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘এ ধরনের ঘটনা কাম্য নয়। আমি দু’জনের সঙ্গে কথা বলব।’ 

আহত শিক্ষার্থী জাকির আজকের পত্রিকাকে বলেন, ‘শান্তর পোস্ট করা ছবিতে তিনি ‘হা হা’ রিঅ্যাক্ট দিয়েছি। এরপরই শান্ত মেসেঞ্জারে অশ্রাব্য ভাষা প্রয়োগ করেছেন। পরে আমি কোথায় আছি তা জানতে চায়। ভোলার রোডে অবস্থানের কথা জানানো হলে সেখানে এসে আমাকে মারধর করেছে।’ 

আহতের আরেক সহপাঠী গোলাম রব্বানী বলেন, ‘গতকাল (সোমবার) রাত ১০টার দিকে আমি ভোলা সড়কে বাজার করতে যাই। হঠাৎ শান্ত এসে জাকিরকে কিল-ঘুষি লাথি দেওয়া শুরু করে। পরে বাম চোখে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালের চক্ষু বিভাগে ভর্তি করা হয়েছে।’ 

এ বিষয়ে ববির প্রক্টর ড. আব্দুল কাইউম আজকের পত্রিকা বলেন, ‘ফেসবুকে দেওয়ার রিঅ্যাক্টকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে কি না, জানি না। অভিযোগ পেলে তদন্ত শেষে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ