হোম > সারা দেশ > বরিশাল

যৌতুক না পেয়ে শ্বশুরের দেড় শ মণ ধান পুড়িয়ে দিল জামাই

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় শ্বশুরের ধানের পালায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে দেড় শ মণ ধান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে জামাই রাজীব মৃধার বিরুদ্ধে। আজ রোববার ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছোট ট্যাংরা গ্রামের মৃত হাশেম ফরাজির ছেলে ইব্রাহিম ফরাজির বাড়িতে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত রাজীব মৃধা ইব্রাহিম ফরাজির মেয়ের জামাই। তিনি বরগুনার ইটবাড়িয়া এলাকার সোহরাব মৃধার ছেলে। 

ইব্রাহিম ফরাজি বলেন, ‘যৌতুকের জন্য মেয়েকে মারধর করে এক মাস আগে বাড়ি থেকে বের করে দেয় রাজীব। এরপর বিভিন্ন সময়ে আমাদের বাড়িতে এসে হুমকি-ধমকি দিয়ে যেত সে। কয়েক দিন কুয়াশা থাকায় ৩৩০ শতাংশ জমির দেড় শ মণ ধান কেটে বাড়ির উঠানের সামনে পালা দিয়ে রাখা হয়। যৌতুক না পেয়ে মেয়ের স্বামী রাজীব মৃধা ফজরের সময় এ ধানের পালায় আগুন লাগিয়ে দেয়।’ 

স্থানীয় আল মদিনা জামে মসজিদের মোয়াজ্জেম ইউসুফ আলী সরদার বলেন, ‘আগুন দেখতে পেয়ে ইব্রাহিম ফরাজিকে ডেকে এলাকার লোকজনসহ আগুন নিভিয়ে ফেলি। কিন্তু এতে কোনো ধান রক্ষা করা সম্ভব হয়নি।’ 

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ‘ইব্রাহিম ফরাজির মেয়ের জামাইয়ের সঙ্গে পারিবারিক কিছু ঝামেলা চলছে। তারা ধারণা করছে এ কারণে মেয়ের জামাই রাজীব ধানের পালায় আগুন ধরিয়ে দিতে পারে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ঘটনার সত্যতা পেয়েছি। তবে এ বিষয়ে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ