হোম > সারা দেশ > বরিশাল

যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক 

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বানারীপাড়া উপজেলায় যৌতুক না পেয়ে স্বামীর বিরুদ্ধে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে নিহত চম্পার (২২) স্বামী সুমন ব্যাপারী দুই বছরের মেয়েকে নিয়ে পলাতক রয়েছেন। উপজেলার ব্রাহ্মণকাঠি গ্রামে এ ঘটনা ঘটেছে। 

গতকাল রোববার রাত ১১টার দিকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চম্পার লাশ উদ্ধার করে পুলিশ। আজ সোমবার ময়নাতদন্তের জন্য চম্পার লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে বাদ আসর জানাজা শেষে উপজেলার মহিষাপোতা গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। 

নিহত চম্পা উপজেলার মহিষাপোতা গ্রামের আনোয়ার মল্লিকের মেয়ে ও উপজেলার সদর ইউনিয়নের ব্রাক্ষ্মণকাঠি গ্রামে সুমন বেপারীর স্ত্রী। চম্পার পরিবার বানারীপাড়া পৌর শহরের এক নম্বর ওয়ার্ডে ভাড়া বাসায় থাকতেন। 

চম্পার শ্বশুর তৈয়ব আলী ব্যাপারী ও শাশুড়ি আলেয়া বেগম জানান, চম্পা ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস নেন। 

অপর দিকে চম্পার স্বজনদের দাবি, চম্পাকে মারধর করে হত্যার পরে ঘরের আড়ার সঙ্গে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার চালানো হচ্ছে। এ ঘটনায় চম্পার মা রেবা বেগম বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 

চম্পার বাবা-মা ও ভাইসহ স্বজনদের অভিযোগ, জামাতা সুমন বেপারী ব্রাক্ষ্মণকাঠি গ্রামে সম্প্রতি ৬ শতক জমি ক্রয় করে। ওই জমি কিনতে গিয়ে সে ঋণগ্রস্ত হয়ে পড়ায় তা পরিশোধের জন্য চম্পাকে তাঁর বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে বলেন। মেয়ের সুখের কথা ভেবে তাঁর বাবা-মা সমিতি থেকে ঋণ নিয়ে জামাইকে ১৫ হাজার টাকা দেন। এতেও সুমন সন্তষ্ট না হয়ে স্ত্রীর কাছে আরও টাকা দাবি করেন। এ নিয়ে তাঁদের সংসারে কলহ সৃষ্টি হয়। 

সুমন টাকার দাবিতে গালাগালিসহ স্ত্রীকে নানাভাবে মানসিক ও শারিরীক নির্যাতন শুরু করেন। গত ৮–৯ দিন আগে চম্পা তার শিশু কন্যাকে নিয়ে বানারীপাড়া পৌর শহরের এক নম্বর ওয়ার্ডে তাঁর বাবা আনোয়ার মল্লিকের বাড়িতে এসে ওঠেন। গতকাল রোববার সন্ধ্যায় সুমন শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে নিয়ে যেতে চাইলে দুজনের মধ্যে কথা–কাটাকাটি হয়। এ সময় সুমন স্ত্রী চম্পাকে অকথ্য ভাষায় গালাগাল ও মারধর করতে তেড়ে গেলে শ্বশুর-শাশুড়ি তাঁকে বাধা দেন। পরে সুমন তাঁর বাড়ি ফিরে যান। সন্ধ্যা ৭টার দিকে চম্পা তাঁর দুই বছরের শিশু কন্যা তানহাকে নিয়ে উপজেলার সদর ইউনিয়নের ব্রাক্ষ্মণকাঠি গ্রামে স্বামীর বাড়ি ফিরে যান। 

সেখানে যাওয়ার পরে তাঁদের মধ্যে পুনরায় ঝগড়া হয়। ওই দিন রাত ১০টার দিকে চম্পাকে অচেতন অবস্থায় তাঁর শাশুড়িসহ প্রতিবেশীরা বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ ঘটনার পর থেকে শিশু সন্তান নিয়ে পলাতক আছে সুমন। 

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক গাজী আব্দুল রহমান বলেন, মৃত অবস্থায় ওই নারীকে হাসপাতালে আনা হয়েছিল। এরপর পুলিশে খবর দেওয়া হয়। 

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি

বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা