হোম > সারা দেশ > বরিশাল

যুবলীগের নেতা কৃষক দলের কমিটিতে, অব্যাহতি দিয়ে নতুন কমিটি গঠন

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

মুলাদীতে যুবলীগের নেতা মো. মজিবুর রহমান খানকে অব্যাহতি দিয়ে সফিপুর ইউনিয়ন কৃষক দলের নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার উপজেলা কৃষক দলের আহ্বায়ক ও সদস্যসচিব এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। রাজনৈতিক তথ্য গোপন করে ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদকের পদ নেওয়ায় মজিবুর রহমান খানকে অব্যাহতি দেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

জানা গেছে, ১৪ এপ্রিল উপজেলা কৃষক দলের আহ্বায়ক আলহাজ সালাম কবির হাওলাদার ও সদস্যসচিব কাজী মিজানুর রহমান সফিপুর ইউনিয়ন কৃষক দলের কমিটি গঠন করেন। এতে নাজির হোসেন নসু হাওলাদারকে সভাপতি, মজিবুর রহমান খানকে সাধারণ সম্পাদক ও শামীম হোসেনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। তাঁদের মধ্যে মজিবুর রহমান খান সফিপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাঁকে ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক করায় ইউনিয়ন কৃষক দল ও বিএনপির নেতা-কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। 

বুধবার উপজেলা কৃষক দলের এক জরুরি সভায় মো. মজিবুর রহমান খানকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে ইউনিয়ন কৃষক দলের নেতা মো. মামুন শিকদারকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়। 

উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাম কবির হাওলাদার বলেন, ‘মো. মজিবুর রহমান খান যুবলীগের রাজনীতি করতেন এই বিষয়টি গোপন করে ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছিলেন। বিষয়টি জানার পরই তাঁকে অব্যাহতি দেওয়া হয়। অন্যদের নির্ধারিত পদে বহাল রাখা হয়েছে।’

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশালমিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল