মুলাদীতে যুবলীগের নেতা মো. মজিবুর রহমান খানকে অব্যাহতি দিয়ে সফিপুর ইউনিয়ন কৃষক দলের নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার উপজেলা কৃষক দলের আহ্বায়ক ও সদস্যসচিব এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। রাজনৈতিক তথ্য গোপন করে ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদকের পদ নেওয়ায় মজিবুর রহমান খানকে অব্যাহতি দেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
জানা গেছে, ১৪ এপ্রিল উপজেলা কৃষক দলের আহ্বায়ক আলহাজ সালাম কবির হাওলাদার ও সদস্যসচিব কাজী মিজানুর রহমান সফিপুর ইউনিয়ন কৃষক দলের কমিটি গঠন করেন। এতে নাজির হোসেন নসু হাওলাদারকে সভাপতি, মজিবুর রহমান খানকে সাধারণ সম্পাদক ও শামীম হোসেনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। তাঁদের মধ্যে মজিবুর রহমান খান সফিপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাঁকে ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক করায় ইউনিয়ন কৃষক দল ও বিএনপির নেতা-কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
বুধবার উপজেলা কৃষক দলের এক জরুরি সভায় মো. মজিবুর রহমান খানকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে ইউনিয়ন কৃষক দলের নেতা মো. মামুন শিকদারকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।
উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাম কবির হাওলাদার বলেন, ‘মো. মজিবুর রহমান খান যুবলীগের রাজনীতি করতেন এই বিষয়টি গোপন করে ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছিলেন। বিষয়টি জানার পরই তাঁকে অব্যাহতি দেওয়া হয়। অন্যদের নির্ধারিত পদে বহাল রাখা হয়েছে।’