হোম > সারা দেশ > বরিশাল

নেছারাবাদে সড়কে চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে ৪ জন আটক

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি 

সেনা সদস্যদের হাতে ৪ ব্যক্তি। ছবি: সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদে যানবাহন থেকে চাঁদাবাজির সময় হাতেনাতে চারজনকে আটক করেছেন সেনাসদস্যরা। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার মাগুরা বাজারে স্বরূপকাঠি-বরিশাল সড়ক থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, উপজেলার ছারছিনা গ্রামের মো. লোকমান, মো. মনিরুল ইসলাম, মো. ফরিদ হোসেন ও জগৎপট্টি গ্রামের মো. ইব্রাহিম। তাঁরা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার রাতে নেছারাবাদ সেনা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সেনাসদস্যদের নিয়মিত টহল অভিযানের সময় উপজেলার মাগুরা বাজারে ওই চার ব্যক্তি স্বরূপকাঠি-বরিশাল মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তুলছিলেন। এ সময় সেনাসদস্যরা ৮ হাজার ৪৫০ টাকা এবং চাঁদা আদায়ের রসিদসহ তাঁদের আটক করেন। পরে তাঁদের নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়।

তবে আটক ব্যক্তিদের দাবি, তাঁরা স্বরূপকাঠি পৌরসভার পৌর স্ট্যান্ড ইজারা নিয়েছেন। এ কারণে যানবাহন থেকে রসিদের মাধ্যমে চাঁদা তুলেছেন।

স্বরূপকাঠি পৌর নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, ‘স্বরূপকাঠি পৌর এলাকায় যানবাহন থেকে চাঁদা তুলছিলেন তাঁরা। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা দিয়েছি। চাঁদা ওঠানোর জন্য একাধিকবার বারণ করার পরও তাঁরা চাঁদা উঠিয়েছেন।’

এ বিষয়ে জানতে চাইলে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমীন আজকের পত্রিকাকে বলেন, আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আজ তাঁদের পিরোজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

মা-মেয়ে খুন: প্রথমবার শ্বশুরবাড়িতে গৃহকর্মী আয়েশা, ফিরলেন গ্রেপ্তার হয়ে