হোম > সারা দেশ > পটুয়াখালী

কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে ৭ ফুট দৈর্ঘ্যের এই ডলফিন

প্রতিনিধি, কলাপাড়া (পটুয়াখালী)

কলাপাড়ার কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে একটি সাত ফুট লম্বা মৃত ডলফিন। শনিবার (৭ আগস্ট) শেষ বিকেলে স্থানীয় জেলেরা কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে ডলফিনটি দেখতে পান। ডলফিনটির ঠোঁট রক্তাক্ত ছিল। স্থানীয় জেলেরা ডলফিনটিকে বালুচাপা দিয়েছেন। 

কুয়াকাটার সমুদ্রগামী জেলে আবদুল গাফফার জানান, ডলফিনটি কোন মাছধরা জালে আটকা পড়েছিল। ডলফিন শিকার এবং বিক্রি আইনত দণ্ডনীয়। তাই এটিকে সাগরে ভাসিয়ে দিয়ে থাকতে পারে। প্রায়ই এই সৈকতে বিভিন্ন জাতের মৃত্যু ডলফিন পাওয়া যায় বলেও তিনি উল্লেখ করেন। ডলফিনগুলো বেশির ভাগ সময়ে মাছ ধরার জালে আটকে, ট্রলারের সঙ্গে ধাক্কা খাওয়াসহ বিভিন্ন কারণে মারা যায়। তবে মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন করে ডলফিনের মৃত্যু রোধে কাজ করাকে তিনি জরুরি বলে মনে করেন। 

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, শুশুক প্রজাতির ডলফিনটি জেলেদের জালে আটকা পড়েছিল বলে ধারণা করছি। এ ধরনের ডলফিন সাধারণত সমুদ্রের ছোট মাছ খেয়ে বেঁচে থাকে তাই বেশির ভাগ সময় জেলেদের মাছ ধরার জালে আটকে মারা যায়। আবার বয়সের কারণেও অনেক সময় মৃত্যু হয়। মৃত্যুর পরে জোয়ারের সঙ্গে সমুদ্র তীরে চলে আসে। 

প্রসঙ্গত, এর আগেও বিভিন্ন সময়ে কুয়াকাটা সৈকতে নানা প্রজাতির মৃত ডলফিন পাওয়া গেছে। 

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম