হোম > সারা দেশ > বরিশাল

উজিরপুরে পল্লি চিকিৎসকের অপচিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগ

প্রতিনিধি, বরিশাল

বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নে অপচিকিৎসায় নিখিল সরকার (৩৬) নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে উপজেলার পিরেরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নিখিল সরকার পিরেরপাড় গ্রামের মৃত নিতাই সরকারের ছেলে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আর্শাদ জানান, নিখিলের মৃত্যু নিয়ে বিতর্ক দেখা দেওয়ায় শনিবার রাতেই মরদেহ উদ্ধার করে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

নিখিলের স্ত্রী  উর্মিলা সরকার অভিযোগ করেন, তাঁর স্বামী শনিবার সন্ধ্যার দিকে ঘরে ফিরলে কিছু সময় পরে তাঁর শরীরে অ্যালার্জি দেখা দেয়। একপর্যায়ে লোকনাথ বাজারের পল্লি চিকিৎসক বাসুদেব মুহুরিকে খবর দিলে তিনি এসে তাঁকে (নিখিল) ইনজেকশন দেন। কিছুক্ষণের মধ্যেই তাঁর স্বামীর মৃত্যু হয়। এ সময় সটকে পড়েন পল্লি চিকিৎসক বাসুদেব। পল্লি চিকিৎসক বাসুদেবের সঙ্গে যোগাযোগ করতে গেলে তাঁর চেম্বার ও মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় লোকনাথ বাজারের কথিত চিকিৎসক বাসুদেব মুহুরির ভুল চিকিৎসায় নিখিলের মৃত্যু হয়েছে। কিছুদিন আগেও তাঁর ভুল চিকিৎসার জন্য একটি শিশুকন্যার মৃত্যু হয়।

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম