হোম > সারা দেশ > বরিশাল

নৌকার ড. শাম্মীর ভাগ্যে কী ঘটবে জানা যাবে কাল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

দ্বাদশ সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ড. শাম্মী আহমেদের ভাগ্যে কী ঘটবে জানা যাবে কাল। বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে তাঁর আপিলের শুনানি হবে।

এর আগে নিজের প্রার্থিতা ফিরে পেতে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ছাড়েন আওয়ামী লীগের এ আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক। এ-সংক্রান্ত তাঁর আবেদন গত ৮ ডিসেম্বর অস্ট্রেলিয়া সরকার গ্রহণ করেছে বলে জানা গেছে।

তবে এতেও নির্বাচন কমিশনের (ইসি) আপিলে প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ নেই বলে দাবি করেছেন ওই আসনের বর্তমান সংসদ সদস্য পঙ্কজ নাথ। তিনি বলেন, অস্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকাবস্থায় শাম্মী নির্বাচনের মনোনয়নপত্র জমা দেন। নিয়মানুযায়ী তাঁর প্রার্থিতা বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। এখন ইসিকে ধোঁকা দিতে তিনি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ত্যাগ করেছেন। সাংবিধানিকভাবে তাঁর প্রার্থিতা ফিরে পাওয়ার আর সুযোগ নেই।

গত ৩০ নভেম্বর বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন ড. শাম্মী আহমেদ। একই আসনে মনোনয়ন বঞ্চিত হয়ে অনেকটাই চুপ থাকলেও শেষ দিকে স্বতস্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন পঙ্কজ নাথ।

এরপর তিনি ড. শাম্মীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তোলেন। পরে ৪ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে শাম্মীর মনোনয়ন বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।

এ বিষয়ে ড. শাম্মী আহমেদ বলেন, তিনি গত ২৮ নভেম্বর অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ত্যাগের আবেদন করেছেন। অস্ট্রেলিয়া সরকার ৮ ডিসেম্বর আবেদন গ্রহণ করেছে। তিনি আরও বলেন, যেহেতু বিষয়টা ইসিতে বিচারাধীন, তাই বিচারাধীন বিষয় নিয়ে কোনো মন্তব্য করা যাবে না।

উল্লেখ্য, বরিশাল–৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধের জেরে দলীয় পদ হারান পঙ্কজ নাথ। একই সঙ্গে দলের মনোনয়ন বঞ্চিত হন। আসনটিতে মনোনয়ন পান আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ। তিনি দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন।

বিড়ি খাওয়া নিয়ে বক্তব্যে জামায়াতের ২ কোটি ভোট বেড়েছে: ড. ফয়জুল হক

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক