হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল সিটি মেয়রসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে নালিশি অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়রসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দিয়েছেন প্রতিষ্ঠানের এক কর্মকর্তা। আজ মঙ্গলবার বরিশাল জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে এই নালিশি অভিযোগ দেওয়া হয়। বিচারক হাসিবুল হাসান অভিযোগের বিষয়ে পরবর্তীতে আদেশের জন্য রেখেছেন। 

অভিযোগে বলা হয়েছে, গত ফেব্রুয়ারি মাস থেকে হঠাৎ করে ভুক্তভোগীর বেতন-ভাতা বন্ধ ও সরকারি বিধিবিধান না মেনে একই পদে আরেকজনকে নিয়োগ দেওয়া হয়। তিনি বেতন-ভাতাসহ অবৈধ নিয়োগ বাতিলের বিষয়ে প্রতিকার চেয়েছেন। 

বাদী শেখ মো. সোয়েব কবির বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত এবং নগরীর ব্যাপ্টিস্ট মিশন রোডের বাসিন্দা। 

বিবাদীরা হলেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, প্রধান নির্বাহী কর্মকর্তা, চুক্তিভিত্তিক নিয়োগ কমিটির সদস্যসচিব, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা ও নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারিং পদে বর্তমানে কর্মরত ওবায়দুর রহমান। 

আদালতের বেঞ্চ সহকারী মো. বায়জিদ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

বাদী অভিযোগপত্রে উল্লেখ করেছেন, তাকে চাকরিচ্যুত না করে সরকারি বিধিবিধান না মেনে একই পদে আরেকজনকে নিয়োগ দেওয়া হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর সিটি করপোরেশনে গিয়ে বিবাদীদের কার্যালয়ে গিয়ে বেতন-ভাতা দেওয়া ও অবৈধ নিয়োগ বাতিলের অনুরোধ করেন। কিন্তু তারা বেতন-ভাতা ও নিয়োগ বাতিল করবে না জানালে তিনি নালিশিতে এর প্রতিকার চান। 

বাদীর আইনজীবী আজাদ রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘২০২০ সালের ১৯ নভেম্বর নেটওয়ার্কিং পদে চুক্তিভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে বাদী সোয়েব কবির। এরপর ২০২১ সালের ৯ মে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান। ২০২৩ সালের ৪ জানুয়ারি পর্যন্ত নিয়মিত বেতন-ভাতা দেওয়া হয়। এরপর অজ্ঞাত কারণে বেতন-ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে।’

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ