হোম > সারা দেশ > বরিশাল

কারাগারে আসার ১ মাসের মাথায় কয়েদির আকস্মিক মৃত্যু 

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী জেলা কারাগারে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ রোববার সাড়ে ১২টার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

ওই কয়েদির নাম—ইসমাইল হাওলাদার (৪৬)। তিনি কলাপাড়া উপজেলার পশ্চিম সোনাতলা এলাকার নুরুল হকের ছেলে। ইসমাইলের কয়েদি নম্বর ৩৫৩৪ /এ। গত ২৯ জুলাই থেকে দণ্ডবিধির ৪২০ ধারায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করছিলেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন, পটুয়াখালী কারাগারের জেল সুপার মো. মাহবুবুল আলম। 

তিনি আজকের পত্রিকাকে জানান, গত ২৯ জুলাই ৪২০ ধারায় বিনাশ্রম দণ্ডপ্রাপ্ত হয়ে ওই আসামি কারাগারে আসেন। গত বৃহস্পতিবার তিনি বুকে ব্যথা অনুভব করলে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার উন্নতি না হলে রোববার সকাল ৯টা ২০ মিনিটে তাঁকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ভর্তি করে চিকিৎসা শুরু করেন। পরে সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। 

জেল সুপার বলেন, ‘মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসক অ্যাকিউট হেপাটিক ফেইলর বলে উল্লেখ করেছেন। মরদেহ বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫