হোম > সারা দেশ > পিরোজপুর

রাজধানী থেকে অপহৃত শিশু পিরোজপুর থেকে উদ্ধার 

পিরোজপুর প্রতিনিধি

রাজধানী থেকে অপহৃত মো. আব্দুল্লাহ আল জুবায়ের (৮) নামে এক শিশুকে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে উদ্ধার করেছে র‍্যাব। সে রাজধানীর সোয়ারীঘাট এলাকার মো. হেলাল উদ্দিনের ছেলে। আজ রোববার বরিশাল র‍্যাব-৮ এর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

র‍্যাবের সহকারী পরিচালক অমিত হাসান জানান, গতকাল শনিবার রাতে র‍্যাব-৮ ও র‍্যাব-২ এর যৌথ অভিযানে শিশুটিকে জেলার মঠবাড়িয়া আমড়াগাছিয়া এলাকার একটি দুর্গম স্থান থেকে উদ্ধার করা হয়। 

এর আগে গত ৩০ সেপ্টেম্বর মোবাইলে পূর্ব পরিচয় সূত্রে শিশুটির মা শিশুটিকে নিয়ে অপহরণকারী হৃদয় (৩০) এর সঙ্গে দেখা করতে রাজধানীর সোয়ারীঘাট এলাকায় যান। অপহরণকারী শিশুটিকে চিপস কিনে দেওয়ার জন্য দোকানে নেওয়ার কথা বলে অপহরণ করে নিয়ে যায়। পরে শিশুটির মা অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তিনি ওই দিন ঢাকার কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। 

তিনি আরও জানান, গত ২ অক্টোবর অজ্ঞাত স্থান থেকে অপহৃত শিশুটির মায়ের মোবাইল ফোনে কল করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। আর টাকা না দিলে শিশুটিকে হত্যা করা হবে বলে জানানো হয়। এ ঘটনায় শিশুটির বাবা মো. হেলাল উদ্দিন বাদী হয়ে ওই দিন থানায় একটি মামলা করেন। 

এ ঘটনায় গত শনিবার রাতে র‍্যাব তথ্য প্রযুক্তির মাধ্যমে অপহৃত শিশুটি ও অপহরণকারীর অবস্থান নিশ্চিত হয়ে পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা শিশুটিকে ফেলে পালিয়ে যায়। উদ্ধারের পর শিশুটিকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার পর তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযান: চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু