হোম > সারা দেশ > পটুয়াখালী

দুমকিতে কলেজশিক্ষিকাকে অপহরণ ও হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে কলেজশিক্ষিকাকে অপহরণ ও হত্যাচেষ্টার ঘটনায় নিন্দা, প্রতিবাদ এবং অপহরণকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

বক্তারা বলেন, কলেজশিক্ষিকা তাহেরা আলীর হত্যাচেষ্টা ও অপহরণকারীদের অবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা বাকসিসের সভাপতি অধ্যাপক আবদুস সালাম, বাকসিসের নেতা অধ্যাপক মিহির কান্তি শীল, অধ্যাপক জাকির হোসেন লিটু, দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ফরিদা ইয়াসমিন প্রমুখ। 

এল এ এম ইউনাইটেড মহিলা কলেজের অধ্যক্ষ কে এম এনায়েতুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভিকটিমের মেয়ে পরশ মনি, কলেজ শিক্ষার্থী তাহেরা সুলতানা মিম, শ্রীরামপুর ইউপি সদস্য হুমায়ুন কবির মৃধা, কলেজশিক্ষক আনিসুর রহমান মিন্টু, এবাদুল হক বাদল, দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, শিক্ষক ফেডারেশনের সভাপতি কাজী মাকসুদুর রহমান প্রমুখ। 

উল্লেখ্য, গত শনিবার উপজেলার এলএএম ইউনাইটেড মহিলা কলেজের প্রদর্শক তাহেরা আলী রুমাকে প্রকাশ্য দিবালোকে তাঁর সাবেক স্বামী সাইফুল্লাহ মানিকসহ সাত-আটজন দুর্বৃত্ত হত্যার উদ্দেশ্যে অপহরণের চেষ্টা চালায়। এ বিষয়ে ভিকটিম বাদী হয়ে দুমকি থানায় একটি মামলা দায়ের করেন। কিন্তু ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। 

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫