হোম > সারা দেশ > পটুয়াখালী

ঝড়ে চলে যায় বিদ্যুৎ, টর্চের আলোয় অস্ত্রোপচার

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে গতকাল সোমবার দুপুরে প্রভাব ফেলতে শুরু করে ঘূর্ণিঝড় সিত্রাং। এ সময় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) অপারেশন চলছিল। ঝড়ে বিদ্যুৎ চলে যাওয়ার পর টর্চ লাইট ও মোবাইল ফোনের আলোতে এক নারীর অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। অস্ত্রোপচারের একটি ছবি ফেসবুকে আপলোড করার পর তা ভাইরাল হয়ে যায়। অপারেশনে অংশ নেওয়া চিকিৎসকেরা এখন প্রশংসায় ভাসছেন। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, এ হাসপাতালে দীর্ঘদিন ধরে জেনারেটরে সমস্যা রয়েছে। গত দুদিন ধরে ঘূর্ণিঝড়ের কারণে বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা বেশি হয়। গতকাল এটিতে জরায়ু অপারেশন শুরু করতে গেলে বিদ্যুৎ চলে যায়। ওটিতে থাকা চিকিৎসকেরা মুঠোফোনের লাইট ও একটি টর্চ লাইট দিয়ে অপারেশন কার্যক্রম শুরু করেন। তাৎক্ষণিকভাবে ওই নারীর অস্ত্রোপচার করা না হলে রোগীকে বাঁচানো সম্ভব হতো না। 

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা বলেন, ‘ওই নারীর গর্ভনালী ব্রিডিং হচ্ছিল। এ কারণেই দ্রুত অপারেশন করা। বাস্তবতা হচ্ছে জীবন বাঁচাতে কোনো সংকটই বাধা হতে পারে না। আমরা প্রতিনিয়ত এভাবেই কাজ করে যাচ্ছি।’ 

চিকিৎসক হাবিবুর রহমান বলেন, ‘প্রচণ্ড ঝড়ে, কোথাও বিদ্যুৎ নেই। হাসপাতালের জেনারেটর নষ্ট। অস্ত্রোপচার না করলে রোগীর বেঁচে থাকার সম্ভাবনা যখন ক্ষীণ, তখন তো ঝুঁকি নিতেই হয়। মোবাইল আর টর্চের আলোতে দলের সহযোগিতায় অস্ত্রোপচার সম্পন্ন করি।’ 

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে তত্ত্বাবধায়ক আবদুল মতিন বলেন, ‘হাসপাতালে জেনারেটর নেই, জেনারেটর চেয়ে আবেদনও করা হয়েছে। আশা করি দ্রুত পেয়ে যাব। আমরা সংকটের মধ্যেও হাসপাতালে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা থাকে।’ 

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার