হোম > সারা দেশ > বরিশাল

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: এক দিন পর ১১ ট্রলারসহ ১৪৪ জেলে উদ্ধার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণে বঙ্গোপসাগর ও সুন্দরবনসংলগ্ন এলাকায় ডুবে যাওয়া ১১টি ট্রলারসহ ১৪৪ জেলেকে উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে ট্রলারগুলো উদ্ধার করা হয়। এর আগে গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় ঝড়ের কবলে পড়ে প্রায় ২৫টি মাছ ধরার ট্রলার ডুবে যায়।

জানা যায়, শুক্রবার রাতের আকস্মিক ঝড়ে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় ১৮টি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা অধিকাংশ জেলে সাঁতরে নিরাপদ স্থানে যান। তার পরও বেশ কয়েকজন জেলে নিখোঁজ হন। গতকাল শনিবার সকাল থেকে জেলে, বন বিভাগ, কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেন। পরে সন্ধ্যার দিকে দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত জেলে মামুন শেখের বাড়ি বাগেরহাটের চিতলমারীতে। তিনি এফবি মা-বাবার দোয়া নামক ট্রলারে ছিলেন। অপর জেলে ইসমাইল শেখের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়ায়। তিনি এফবি জামিলা নামক ট্রলারে ছিলেন। হঠাৎ ট্রলার উল্টে যাওয়ায় মামুন ও ইসমাইল পাটাতনের মধ্যে ঢুকে যান। নিহতদের মরদেহ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এ বিষয় কোস্ট গার্ডের পশ্চিম জোনের নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, ‘আমাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। গতকাল সন্ধ্যায় দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।’ 

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ট্রলারডুবির ঘটনার পর বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি ও দুবলারচর ফিশারম্যান গ্রুপের সমন্বয়ে শতাধিক ট্রলার ও নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য সাগরে রয়েছে। এখনো অনেক জেলে ও ট্রলার নিখোঁজ আছে।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা