হোম > সারা দেশ > বরগুনা

বরগুনায় রায়ের ৬ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বরগুনা প্রতিনিধি 

সালাউদ্দিন গাজী। ছবি: সংগৃহীত

বরগুনায় কলেজছাত্র অনিক হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সালাউদ্দিন গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সদর থানার ওসি দেওয়ান জগলুল হাসান।

এর আগে গতকাল রাতে তালতলী উপজেলা ফকিরহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন নিহত অনেকের বাবা।

বরগুনা সদর থানা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৯ সেপ্টেম্বর সন্ধ্যার পর পৌরসভার শহীদ স্মৃতি সড়কের সুবল চন্দ্র রায়ের ছেলে অনিককে কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক খাইয়ে ডিশ লাইনের তার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়। হত্যার পরে নিহতে বাবার কাছে তিন লাখ টাকা মুক্তপণ দাবি করেন হত্যাকারীরা।

এর ১৮ দিন পর বরগুনা সাব-রেজিস্ট্রার অফিসের পুরাতন ভবনের পাশের সেপটিক ট্যাংক থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ২০১৯ সালের ৭ আগস্ট প্রধান আসামি ঢলুয়া ইউনিয়নের কাঁঠালতলী গ্রামের আবদুস সত্তার গাজীর ছেলে সালাউদ্দিন গাজীকে মৃত্যুদণ্ডাদেশ দেন তৎকালীন জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামান।

জানা গেছে, দণ্ডপ্রাপ্ত আসামি দীর্ঘ ছয় বছর পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে ছিলেন।

সম্প্রতি তিনি দেশে এলে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম