হোম > সারা দেশ > পটুয়াখালী

‘এলাকায় করোনা তেমন নাই, তাই হল চালিয়েছি’

প্রতিনিধি

বাউফল (পটুয়াখালী): লকডাউনের মধ্যেও বাউফলে চলছে সিনেমা হল। এতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। প্রকাশ্যেই সিনেমার প্রচার প্রচারণা চললেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

আজ সোমবার দুপুরে পৌর শহরের কাগুজিপুল এলাকায় বৈশাখী সিনেমা হলে গিয়ে দেখা যায় সেখানে কাজী হায়াত পরিচালিত সাকিব খান অভিনীত 'বীর' সিনেমার প্রদর্শন চলছে। পরিবার পরিজন নিয়ে বহু মানুষ এসেছেন হলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনাকালে সিনেমা হল বন্ধের নির্দেশনা দিয়েছে চলচিত্র প্রদর্শক সমিতি। কিন্তু নির্দেশনা উপেক্ষা করে ঈদের দিন থেকে চলছে বৈশাখী সিনেমা হল। উপজেলাজুড়ে চলছে ছবি প্রচার।

উপজেলা 'করোনা প্রতিরোধে সচেতন কমিটি'র সদস্য কামরুজ্জামান বাচ্চু বলেন, করোনার সংক্রমণ বিস্তার রোধে সরকার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। সেখানে এভাবে ঢাকঢোল পিটিয়ে সিনেমা হল চালু রাখার বিষয়টি মোটেও কাঙ্ক্ষিত নয়। অবিলম্বে সিনেমা হল বন্ধের দাবি জানান তিনি।

লকডাউনে নিষেধাজ্ঞার মধ্যেও হল চালু রাখা হয়েছে এ প্রশ্নে বৈশাখী সিনেমা হলের ম্যানেজারের দায়িত্বে থাকা সুধীর নট্ট বলেন, ঈদ উপলক্ষে স্থানীয় মানুষকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করেছি মাত্র। এ এলাকায় করোনার প্রভাব তেমন একটা নাই। তাই সিনেমা হল চালিয়েছি।

নাম প্রকাশ না করার শর্তে চলচিত্র প্রদর্শক সমিতি পটুয়াখালী জেলা শাখার এক কর্মকর্তা বলেন, কে শোনে কার কথা বলেন! যে যেভাবে পারে চালাচ্ছে। সিনেমা হলেরই তো কোনো খবর নাই। তাই সমিতিরও কোনো কার্যক্রম নাই এখন।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ কো হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বলেন, বৈশাখী সিনেমা হলের মালিকপক্ষকে খবর দেওয়া হয়েছে। বিষয়টি জেনে ব্যবস্থা নেওয়া হবে।

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ