গত ২৪ ঘণ্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম ঝুমুর (৪০)। আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের উপপরিচালক এস এম মনিরুজ্জামান।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৫ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সর্বশেষ তথ্যানুযায়ী, এ হাসপাতালে ৯১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছে।
মৃত ঝুমুর বরগুনা জেলার বেতাগী উপজেলার সরিষামুড়ী ইউনিয়নের বাসিন্দা।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ‘বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা উদ্বেগজনক। এ পরিস্থিতি থেকে বেরোতে হবে। চিকিৎসার চেয়ে প্রতিরোধ জরুরি। কারণ, আমাদের চিকিৎসা দেওয়ার সামর্থ্যের মধ্যে থাকতে হবে। সামর্থ্যের বাইরে গেলে আমরা তো কিছু করতে পারব না। তাই মশার বিস্তার রোধ করতে বাড়ির আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। মশার কামড় থেকে নিজেকে রক্ষায় ব্যবস্থা নিতে হবে।’