হোম > সারা দেশ > ঝালকাঠি

ঝালকাঠিতে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রকৌশলী নিহত

ঝালকাঠি প্রতিনিধি  

সাইদুর রহমান। ছবি: সংগৃহীত

ঝালকাঠিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সাইদুর রহমান (৪৭) নামের এক প্রকৌশলী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় নলছিটি উপজেলার বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঢাপড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইদুর রহমান ঝালকাঠি জেলা পরিষদের সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তিনি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কাছিপাড়া গ্রামের আ. রশিদ হাওলাদারের ছেলে। তিনি দুই সন্তানের জনক এবং তাঁর স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাইদুর রহমান বরিশাল থেকে মোটরসাইকেল চালিয়ে ঝালকাঠি আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগলে ছিটকে পড়ে মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন। পরে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ বিষয়ে ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশালে পাঠানো হয়েছিল। তাঁর মাথা, পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছালাম বলেন, ঝালকাঠি থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেওয়া হলে তিনি মারা যান।

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযান: চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০