হোম > সারা দেশ > পটুয়াখালী

কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আদনান হাবিব আদর গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি

পুলিশের হাতে গ্রেপ্তার আদনান হাবিব খান আদর। ছবি: সংগৃহীত

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় উপত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক আদনান হাবিব খান আদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তারের পর গতকাল সোমবার বিকেলে তাঁকে নিজ জেলা পটুয়াখালী আদালতে সোপর্দ করা হয়। আদালতের নির্দেশে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।

আদনান হাবিব খান আদর পটুয়াখালী শহরের চরপাড়া এলাকার বাসিন্দা এবং পটুয়াখালী জেলা যুবলীগের সাবেক সভাপতি প্রয়াত আহসান হাবিব খানের বড় ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এর আগে তিনি ঢাকায় কয়েকটি স্থানে ঝটিকা মিছিলে নেতৃত্ব দেন বলে শোনা যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ওবাইদুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত ১ ডিসেম্বর পুলিশের এসআই খাইরুল ইসলাম বাদী হয়ে আদনান হাবিব খান আদরকে প্রধান আসামি করে ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২০-২৫ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।

গত ৩০ নভেম্বর ভোরে পটুয়াখালী শহরের খাদ্য গুদাম এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের একটি মিছিল বের করা হয়। মিছিল থেকে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে প্রধান উপদেষ্টার ছবি পুড়িয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। আদরের নেতৃত্বে ওই মিছিলের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১ ডিসেম্বর পটুয়াখালী সদর থানায় মামলা করে।

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ