হোম > সারা দেশ > বরিশাল

মুলাদীতে তিন কেজি গাঁজাসহ আটক ২

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদীতে তিন কেজি গাঁজাসহ দুই জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে মুলাদী সিনেমা হলের সামনে দিয়ে যাওয়ার সময় পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ তাঁদের আটক করেন।

আটক ব্যক্তিরা হলেন গৌরনদী উপজেলার বাটাজোর এলাকার প্রশান্ত বিশ্বাসের ছেলে প্রদীপ বিশ্বাস এবং মনিরাম সিংহের ছেলে পলাশ সিংহ। 

এদের মধ্যে পলাশ সিংহ শারীরিক প্রতিবন্ধী (বেঁটে)। তাঁরা দুজনই মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মুলাদী থানায় মাদক আইনে মামলা করেছেন। শনিবার সকালে আটককৃতদের বরিশাল জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশের গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) সনজিব জোয়ার্দার জানান, শুক্রবার মুলাদী থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশ সদস্যরা সিনেমা হলের সামনে অবস্থান করছিলেন। রাত সাড়ে ৮টার দিকে প্রদীপ ও পলাশ মোটরসাইকেলে করে সেখান দিয়ে যাচ্ছিলেন। তাঁরা গোয়েন্দা ও থানা-পুলিশ দেখে মোটরসাইকেল দুই পুলিশ সদস্যের গায়ের ওপর উঠিয়ে দেন। পরে সন্দেহবশত তল্লাশি করে তাঁদের কাছে তিন কেজি গাঁজা পাওয়া গেছে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান বলেন, ‘গাঁজাসহ আটককৃত দুজনের নামে মামলা হয়েছে। শনিবার সকালে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।’

 

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা