হোম > সারা দেশ > বরিশাল

মুলাদীতে তিন কেজি গাঁজাসহ আটক ২

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদীতে তিন কেজি গাঁজাসহ দুই জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে মুলাদী সিনেমা হলের সামনে দিয়ে যাওয়ার সময় পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ তাঁদের আটক করেন।

আটক ব্যক্তিরা হলেন গৌরনদী উপজেলার বাটাজোর এলাকার প্রশান্ত বিশ্বাসের ছেলে প্রদীপ বিশ্বাস এবং মনিরাম সিংহের ছেলে পলাশ সিংহ। 

এদের মধ্যে পলাশ সিংহ শারীরিক প্রতিবন্ধী (বেঁটে)। তাঁরা দুজনই মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মুলাদী থানায় মাদক আইনে মামলা করেছেন। শনিবার সকালে আটককৃতদের বরিশাল জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশের গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) সনজিব জোয়ার্দার জানান, শুক্রবার মুলাদী থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশ সদস্যরা সিনেমা হলের সামনে অবস্থান করছিলেন। রাত সাড়ে ৮টার দিকে প্রদীপ ও পলাশ মোটরসাইকেলে করে সেখান দিয়ে যাচ্ছিলেন। তাঁরা গোয়েন্দা ও থানা-পুলিশ দেখে মোটরসাইকেল দুই পুলিশ সদস্যের গায়ের ওপর উঠিয়ে দেন। পরে সন্দেহবশত তল্লাশি করে তাঁদের কাছে তিন কেজি গাঁজা পাওয়া গেছে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান বলেন, ‘গাঁজাসহ আটককৃত দুজনের নামে মামলা হয়েছে। শনিবার সকালে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।’

 

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

মা-মেয়ে খুন: প্রথমবার শ্বশুরবাড়িতে গৃহকর্মী আয়েশা, ফিরলেন গ্রেপ্তার হয়ে

শখের হাঁসটি ধরে নিয়ে গেলেন এনজিও কর্মীরা

৮ দফা দাবিতে রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা শিক্ষার্থীদের