বরিশালের উজিরপুরে কীটনাশক পানে নিখিল মণ্ডল (৪০) নামের এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার জল্লা ইউনিয়নের কুড়োলিয়া গ্রামের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক নিখিল মণ্ডল কুড়োলিয়া গ্রামের মৃত রাজকুমার মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, তাঁর সঙ্গে নিখিল মণ্ডলের প্রায়ই বাগ্বিতণ্ডা হতো। এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিসও হয়েছে কয়েকবার। তবে ঘটনার দিন পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না।
উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর আহমেদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে নিখিল রাসায়নিক কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের মেয়ে থানায় অপমৃত্যুর মামলা করেছেন।