হোম > সারা দেশ > পটুয়াখালী

পটুয়াখালীতে কলেজছাত্রীকে ধর্ষণ: মূল আসামি পিস্তল বাবু ঢাকা থেকে গ্রেপ্তার 

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে কলেজছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি আসাদুজ্জামান বাবু মৃধা ওরফে পিস্তল বাবুকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা ঢাকার কদমতলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। 

আজ রোববার র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সোহেল রানা গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিবৃতিতে সোহেল রানা বলেন, ‘বিষয়টি নজরে আসলে আত্মগোপনে থাকা পিস্তল বাবুকে গ্রেপ্তারে ব্যাপক ছায়াতদন্ত শুরু করে র‍্যাব। শনিবার র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং র‍্যাব-১০, সদর কোম্পানি, কেরানীগঞ্জের একটি যৌথ আভিযানিক দল ডিএমপি, ঢাকার কদমতলী থানার সুফিয়া হাসপাতালের সামনে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে আসামিকে বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে।’ 

এর আগে গত ১২ জুন উপজেলার শাপলাখালী এলাকায় ওই কলেজছাত্রী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ১৪ জুন পিস্তল বাবুকে প্রধান আসামি করে তিনজনের নামে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী। মামলার এক আসামি পুলিশের হাতে গ্রেপ্তার হলেও ধরাছোঁয়ার বাইরে ছিলেন মূল আসামি পিস্তল বাবু। বাবু ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে জড়িত।

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত