হোম > সারা দেশ > পিরোজপুর

কাউখালীতে ইউপি সদস্য স্বামী-স্ত্রীর শপথ গ্রহণ

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

কাউখালীতে ৩য় ধাপে ২৮ নভেম্বর দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে স্বামী ওয়ার্ড মেম্বার এবং স্ত্রী সংরক্ষিত আসনের মেম্বার নির্বাচিত হন। আজ মঙ্গলবার উপজেলা হলরুমে স্বামী-স্ত্রী দু’জনেই ইউপি সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন।

জানা যায়, স্বামী ১ নম্বর ময়না রঘুনাথপুর ইউনিয়নের ৬ নম্বর ঘাবড়ে গ্রামের বাসিন্দা আলামিন শেখ। তাঁর স্ত্রী শাহানাজ আক্তার শান্তা সংরক্ষিত মহিলা ওয়ার্ডে (৭,৮, ৯) সয়না, রঘুনাথপুর ও মেঘপাল গ্রামের মহিলা মেম্বার হিসেবে শপথ গ্রহণ করেছেন। ভোটাররা দুজনকেই নির্বাচিত করতে পেরে খুশি হয়েছেন। 

স্বামী আলামিন এর আগেও ওয়ার্ড মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্ত্রী শাহানাজ আক্তার শান্তা এবারই প্রথম নির্বাচন করে নির্বাচিত হয়েছেন। স্বামী-স্ত্রী আলাদা আলাদাভাবে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেছেন। শপথ গ্রহণ করে তাঁরা দুজনেই সততা ও নিজ নিজ দায়িত্ব পালনে অঙ্গীকার ব্যক্ত করেন। 

এ বিষয়ে শাহানাজ আক্তার শান্তা বলেন, এর আগেও আমার স্বামী ভোটে জয়ী হয়ে ভালো কাজ করেছেন। তাই ভোটাররা খুশি হয়ে আরও ভালো কাজ করতে আমাদের দুজনকে জয়ী করেছেন। 

বিড়ি খাওয়া নিয়ে বক্তব্যে জামায়াতের ২ কোটি ভোট বেড়েছে: ড. ফয়জুল হক

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক