হোম > সারা দেশ > বরিশাল

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড 

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদীতে স্কুলে যাওয়ার পথে এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় রমজান প্যাদা (২৮) নামের এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বকুল চন্দ্র কবিরাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

রমজান প্যাদা উপজেলার কাজিরচর ইউনিয়নের বাসিন্দা। তিনি প্যাদারহাট ওয়াহেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের নিয়মিত উত্ত্যক্ত করত বলে অভিযোগ রয়েছে। 

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, রমজান প্রতিদিন প্যাদারহাট ওয়াহেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে পথে দাঁড়িয়ে থাকত। বিভিন্ন সময় ছাত্রীদের অশালীন কথাবার্তা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে উত্ত্যক্ত করত। ওই ঘটনায় বিদ্যালয়ের এক ছাত্রী ইউএনওর কাছে লিখিত অভিযোগ করে। আজ পুলিশ সদস্যরা সাদা পোশাকে বিদ্যালয় সামনে অবস্থান নেন এবং রমজান প্যাদাকে হাতে নাতে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই যুবককে এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এবং আশপাশে বখাটেদের আড্ডা বন্ধে সতর্কতা জারি করা হয়েছে। এর পরেও ছাত্রীদের উত্ত্যক্ত করায় ওই যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

 

বরিশাল-১, ৪ ও ৫: জটিল হচ্ছে বরিশালের তিনটি আসনের হিসাব

শরীয়তপুরে সাবেক উপমন্ত্রী শামীমের ফুফাতো ভাই অস্ত্রসহ গ্রেপ্তার

বরিশালে গভীর রাতে ট্রাকচাপায় ২ যুবক নিহত

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযান: চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’