হোম > সারা দেশ > বরিশাল

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড 

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদীতে স্কুলে যাওয়ার পথে এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় রমজান প্যাদা (২৮) নামের এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বকুল চন্দ্র কবিরাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

রমজান প্যাদা উপজেলার কাজিরচর ইউনিয়নের বাসিন্দা। তিনি প্যাদারহাট ওয়াহেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের নিয়মিত উত্ত্যক্ত করত বলে অভিযোগ রয়েছে। 

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, রমজান প্রতিদিন প্যাদারহাট ওয়াহেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে পথে দাঁড়িয়ে থাকত। বিভিন্ন সময় ছাত্রীদের অশালীন কথাবার্তা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে উত্ত্যক্ত করত। ওই ঘটনায় বিদ্যালয়ের এক ছাত্রী ইউএনওর কাছে লিখিত অভিযোগ করে। আজ পুলিশ সদস্যরা সাদা পোশাকে বিদ্যালয় সামনে অবস্থান নেন এবং রমজান প্যাদাকে হাতে নাতে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই যুবককে এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এবং আশপাশে বখাটেদের আড্ডা বন্ধে সতর্কতা জারি করা হয়েছে। এর পরেও ছাত্রীদের উত্ত্যক্ত করায় ওই যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

 

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২