হোম > সারা দেশ > বরিশাল

আগৈলঝাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৬

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত ৯টায় উপজেলার রাজিহার ইউনিয়নের গোয়াইল ও পূর্ব গোয়াইল গ্রামে সমাজে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 

এদিকে গোয়াইল গ্রামের জগদীশ সিকদারের ছেলে আহত সতীশ সিকদার জানান, ‘পূর্ব গোয়াইল গ্রামের নীল রতন হালদারের ছেলে আবেল হালদার ও গবিন্দ বাড়ৈর ছেলে পঙ্কজ বাড়ৈ আমাদের গ্রামে এসে সমাজে নেতৃত্ব দেওয়ার বিষয়ে বাগ্‌বিতণ্ডা করে। এ সময় তাদের হামলায় আমি, দুলাল হালদার ও লিটন হালদার আহত হই।’

অন্যদিকে পাল্টা দোষারোপ করে পূর্ব গোয়াইল গ্রামের আবেল হালদার জানান, ‘সমাজে নেতৃত্ব নিয়ে গোয়াইল গ্রামের সতীশ সিকদারের সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গবিন্দ বাড়ৈ, পঙ্কজ বাড়ৈ ও আমি আহত হই।’ 

এদের মধ্যে আহত সতীশ সিকদার, আবেল হালদার ও পঙ্কজ বাড়ৈকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সতীশ সিকদারের পক্ষ থেকে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, হামলা-সংঘর্ষের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী