হোম > সারা দেশ > বরিশাল

আগৈলঝাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৬

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত ৯টায় উপজেলার রাজিহার ইউনিয়নের গোয়াইল ও পূর্ব গোয়াইল গ্রামে সমাজে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 

এদিকে গোয়াইল গ্রামের জগদীশ সিকদারের ছেলে আহত সতীশ সিকদার জানান, ‘পূর্ব গোয়াইল গ্রামের নীল রতন হালদারের ছেলে আবেল হালদার ও গবিন্দ বাড়ৈর ছেলে পঙ্কজ বাড়ৈ আমাদের গ্রামে এসে সমাজে নেতৃত্ব দেওয়ার বিষয়ে বাগ্‌বিতণ্ডা করে। এ সময় তাদের হামলায় আমি, দুলাল হালদার ও লিটন হালদার আহত হই।’

অন্যদিকে পাল্টা দোষারোপ করে পূর্ব গোয়াইল গ্রামের আবেল হালদার জানান, ‘সমাজে নেতৃত্ব নিয়ে গোয়াইল গ্রামের সতীশ সিকদারের সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গবিন্দ বাড়ৈ, পঙ্কজ বাড়ৈ ও আমি আহত হই।’ 

এদের মধ্যে আহত সতীশ সিকদার, আবেল হালদার ও পঙ্কজ বাড়ৈকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সতীশ সিকদারের পক্ষ থেকে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, হামলা-সংঘর্ষের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা