হোম > সারা দেশ > বরিশাল

গাঁজা কিনে ফেরার পথে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

তালতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার তালতলীতে গাঁজা কিনে ফেরার পথে স্থানীয়দের হাতে আটক হন দুই যুবক। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। গতকাল বুধবার রাত ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা কারাদণ্ডের এই আদেশ দেন। 

আটক দুই যুবক হলেন উপজেলার বড় অংকুজানপাড়া এলাকার জসিম খান (২০) ও সাইদুল ইসলাম গাজী (২৭)।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অংকুজানপাড়া এলাকায় মাদক সেবনকারী জসিম খান ও সাইদুল ইসলাম গাজী গাঁজা কেনেন মাদক ব্যবসায়ী খলিল জোমাদ্দারের কাছ থেকে। গাঁজা কিনে ফেরার পথে স্থানীয়দের সন্দেহ হলে তাঁদের জিজ্ঞাসা করা হয়। 

এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা আটক করে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেয়। পরে ভ্রাম্যমাণ আদালত গাঁজা সেবনকারী দুজনকে ছয় মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। এ সময় জব্দ গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, গাঁজা কিনে ফেরার পথে দুজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের কারাদণ্ড দিলে তাঁদের কারাগারে পাঠানো হয়।

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠংপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রাহুল মৃধাকে (২৮) ১১টি ইয়াবাসহ আটক করা হয়। আটক রাহুল বরগুনার বামনা উপজেলার হোগলা গ্রামের বাসিন্দা।

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার