হোম > সারা দেশ > বরিশাল

গাঁজা কিনে ফেরার পথে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

তালতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার তালতলীতে গাঁজা কিনে ফেরার পথে স্থানীয়দের হাতে আটক হন দুই যুবক। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। গতকাল বুধবার রাত ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা কারাদণ্ডের এই আদেশ দেন। 

আটক দুই যুবক হলেন উপজেলার বড় অংকুজানপাড়া এলাকার জসিম খান (২০) ও সাইদুল ইসলাম গাজী (২৭)।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অংকুজানপাড়া এলাকায় মাদক সেবনকারী জসিম খান ও সাইদুল ইসলাম গাজী গাঁজা কেনেন মাদক ব্যবসায়ী খলিল জোমাদ্দারের কাছ থেকে। গাঁজা কিনে ফেরার পথে স্থানীয়দের সন্দেহ হলে তাঁদের জিজ্ঞাসা করা হয়। 

এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা আটক করে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেয়। পরে ভ্রাম্যমাণ আদালত গাঁজা সেবনকারী দুজনকে ছয় মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। এ সময় জব্দ গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, গাঁজা কিনে ফেরার পথে দুজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের কারাদণ্ড দিলে তাঁদের কারাগারে পাঠানো হয়।

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠংপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রাহুল মৃধাকে (২৮) ১১টি ইয়াবাসহ আটক করা হয়। আটক রাহুল বরগুনার বামনা উপজেলার হোগলা গ্রামের বাসিন্দা।

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি

বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা