হোম > সারা দেশ > বরিশাল

গাঁজা কিনে ফেরার পথে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

তালতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার তালতলীতে গাঁজা কিনে ফেরার পথে স্থানীয়দের হাতে আটক হন দুই যুবক। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। গতকাল বুধবার রাত ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা কারাদণ্ডের এই আদেশ দেন। 

আটক দুই যুবক হলেন উপজেলার বড় অংকুজানপাড়া এলাকার জসিম খান (২০) ও সাইদুল ইসলাম গাজী (২৭)।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অংকুজানপাড়া এলাকায় মাদক সেবনকারী জসিম খান ও সাইদুল ইসলাম গাজী গাঁজা কেনেন মাদক ব্যবসায়ী খলিল জোমাদ্দারের কাছ থেকে। গাঁজা কিনে ফেরার পথে স্থানীয়দের সন্দেহ হলে তাঁদের জিজ্ঞাসা করা হয়। 

এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা আটক করে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেয়। পরে ভ্রাম্যমাণ আদালত গাঁজা সেবনকারী দুজনকে ছয় মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। এ সময় জব্দ গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, গাঁজা কিনে ফেরার পথে দুজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের কারাদণ্ড দিলে তাঁদের কারাগারে পাঠানো হয়।

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠংপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রাহুল মৃধাকে (২৮) ১১টি ইয়াবাসহ আটক করা হয়। আটক রাহুল বরগুনার বামনা উপজেলার হোগলা গ্রামের বাসিন্দা।

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম