হোম > সারা দেশ > পটুয়াখালী

প্রতিমন্ত্রীর শপথ নিতে ফোন পেলেন মহিব, এলাকায় ঢাকঢোল পিটিয়ে আনন্দ মিছিল

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী-৪ (কলাপাড়া ও রাঙ্গাবালী) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মহিববুর রহমান প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন পেয়েছেন। বিষয়টি জানাজানি হলে গতকাল বুধবার রাতে ঢাকঢোল পিটিয়ে এলাকায় আনন্দ মিছিল করা হয়েছে। অনেক স্থানে মিষ্টি বিতরণ করেছেন দলের নেতা-কর্মীরা।

এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় সংসদ সদস্যের ব্যক্তিগত নম্বরে শপথ গ্রহণের ফোনটি আসে। তাঁর ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

মহিব প্রতিমন্ত্রী হচ্ছেন এমন খবর এলাকায় জানাজানি হলে স্থানীয়রা আনন্দ মিছিল বের করেন। রাত ৯টায় জেলার কলাপাড়া ও মহিপুরে ঢাকঢোল পিটিয়ে আনন্দ মিছিল বের করা হয়। এ ছাড়া অনেক স্থানে মিষ্টি বিতরণ করেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

অধ্যক্ষ মহিববুর রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ছাত্রজীবনে তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীম উদ্দিন হল শাখা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি। পরবর্তী সময়ে তিনি যুবলীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য হন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের ধুলাসার গ্রামে তাঁর বাড়ি। তিনি বাবার নামে প্রতিষ্ঠিত আলহাজ জালাল উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে অবসর নিয়েছেন।

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম